মিউজিকের ছাত্র ও ছাত্রীদের চাকরিতে নিয়োগ করতে চলেছে ভারতীয় বায়ুসেনায়

দারুণ সুযোগ যুবক-যুবতীদের সামনে। অগ্নিবীরবায়ু হিসাবে মিউজিশিয়ন পদের জন্য নিয়োগ করা হবে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স। আগামী ২২ মে এই…

IAF musician

দারুণ সুযোগ যুবক-যুবতীদের সামনে। অগ্নিবীরবায়ু হিসাবে মিউজিশিয়ন পদের জন্য নিয়োগ করা হবে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স। আগামী ২২ মে এই পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে। যা চলবে ৫ জুন পর্যন্ত।

আবেদন পদ্ধতি
মিউজিশিয়ন পদের জন্য নিয়োগ করবে ভারতীয় বায়ুসেনা। যে কোনও পুরুষ কিংবা মহিলা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এজন্য অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আর এই জন্য অগ্নিবীরবায়ু অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে হবে। কিংবা agnipathvayu.cdac.in এই লিঙ্কে ক্লিক করেও এই পদের জন্য আবেদন করা যাবে।

   

বিজ্ঞপ্তি
অগ্নিবীরবায়ু হিসাবে মিউজিশিয়ন পদের জন্য নিয়োগ করবে ভারতীয় বায়ুসেনায় । একাধিক শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্য এই লিঙ্কে- IAF Agniveervayu Recruitment Rally 2024 -ক্লিক করতে হবে।

যোগ্যতা
এই পদের জন্য আবেদন করতে হলে অবশ্যই যে কোনও স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট থেকে ন্যূনতম পাসিং নম্বর সহ ক্লাস ১০ পাস হতে হবে।

বয়স সংক্রান্ত তথ্য
ভারতীয় বিমান বাহিনীতে অগ্নিবীর চাকরি পেতে চান এমন প্রার্থীদের অবশ্যই ২ জানুয়ারী ২০০৪ এবং ০২ জুলাই ২০০৭ মধ্যে জন্মগ্রহণ করতে হবে। এই বিষয়ে আরও জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

নিয়োগ পদ্ধতি
এই পদগুলির জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের নীচে দেওয়া পদ্ধতির মধ্য দিয়ে যেতে হবে। প্রথমেই মিউজিশিয়ন ইনস্ট্রুমেন্ট বাজানোর পরীক্ষা দিতে হবে। এরপর ইংরেজিতে লিখিত পরীক্ষা দিতে হবে। আবেদনকারীদের দিতে হবে ফিজিক্যাল ফিটনেস টেস্ট । প্রার্থীদের দিতে হবে Adaptability Test। এমনকি মেডিক্যাল টেস্টও দিতে হবে।