উচ্চমাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস হলে পড়ুয়াদের কড়া শাস্তির ঘোষণা শিক্ষা সাংসদের

কলকাতা: ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ শেষ হবে ২৯ ফেব্রুয়ারি৷ এর আগে উচ্চমাধ্যমিক শিক্ষা সাংসদ থেকে জানিয়ে দিল প্রশ্নপত্র ফাঁস হলে কড়া শাস্তি…

madhyamik result

কলকাতা: ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ শেষ হবে ২৯ ফেব্রুয়ারি৷ এর আগে উচ্চমাধ্যমিক শিক্ষা সাংসদ থেকে জানিয়ে দিল প্রশ্নপত্র ফাঁস হলে কড়া শাস্তি পড়ুয়াদের৷ প্রত্যেক পরীক্ষার্থীকে প্রশ্নপত্রের উপরে থাকা সিরিয়াল নম্বর উত্তরপত্রে লিখতে হবে৷ পাশাপাশি প্রশ্নপত্রে থাকবে কিউআর কোড বা বারকোড৷ বিভিন্ন জায়গাতেই থাকবে এই কোডের ব্যবহার৷

কোনও পরীক্ষার্থী প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরাল করলে সঙ্গে সঙ্গে সেই পরীক্ষার্থী বা কোন জেলা কোন পরীক্ষা কেন্দ্র এবং কোন পরীক্ষার ঘর থেকে সেই প্রশ্নের ছবি উঠেছে, তা সঙ্গে সঙ্গে চিহ্নিত করতে পারবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ৷ এবং সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দেবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ৷

এছাড়াও, মূল গেট সহ ভেনু সুপারভাইজারের ঘরে সিসিটিভি ক্যামেরা থাকবে৷ প্রতিটি ঘরে দুজন করে গার্ড দেবেন৷ প্রতিটি ঘরে ২৫ জন করে ছাত্র পিছু একজন করে পরিদর্শক থাকবেন৷ সব প্রশ্নপত্রের সিরিয়াল নম্বর বা ক্রমিক সংখ্যা থাকবে৷ সেই নম্বর পড়ুয়াদের উত্তরপত্রে লিখতে হবে৷ প্রতিটা কেন্দ্রে পরীক্ষার্থীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করতে হবে৷ পরীক্ষার সময় কোনও লাউড স্পিকার ব্যবহার করা যাবে না৷ এমনটাই জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ৷

Advertisements

উল্লেখ্য, চলতি বছর প্রায় ৭ লক্ষ ৯০ হাজার পড়ুয়া উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন৷ গত বছরের সংখ্যা ছিল ৮ লক্ষ ৫৩ হাজার৷ ছাত্রদের শতকরা হার ৪৩.৪৮ ও এবং ছাত্রীদের ক্ষেত্রে শতকরা হার ৫৬.৫৩ শতাংশ৷ ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় ১ লক্ষ ৩ হাজার ৫৩ জন বেশি৷ ২৩৪১ টি পরীক্ষাকেন্দ্র থেকে এই বছর পরীক্ষা নেওয়া হবে৷ তার মধ্যে ১৭৬টি কেন্দ্র স্পর্শকাতর৷ তার জন্য এই কেন্দ্রগুলিতে হ্যান্ড মেড মেটাল ডিটেক্টর থাকবে ও কিছু পরীক্ষাকেন্দ্রে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর থাকবে বলে জানিয়েছে সংসদ৷