হাওড়ার একমাত্র সরকারি লাইব্রেরি (Howrah library) বেলেপোলের ‘অধ্যয়ন সম্মিলনী’ লাইব্রেরি যেখানে বিনামূল্যে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে পারে ছাত্র ছাত্রীরা। এমন উদ্যোগের কথা জানতে পেরে উচ্চপদস্থ আধিকারিকরা লাইব্রেরি ভিজিটে আসছেন।
যে মায়েরা মেয়েকে ঘুম পাড়িয়ে বই খুলে পড়তে বসে, যে পিতৃহীন সন্তান অসুস্থ মায়ের চিকিৎসা করতে করতে পড়াশোনা চালিয়ে যায়, যার বাড়িতে বৃষ্টির সময় জল ঢুকলে বাড়ির বাইরে বেরোতে পারেনা, যাদের নেটের রিচার্জ শেষ হয়ে গেলে কয়েকদিন অনলাইন হতে পারেনা, যে টিউশন করলে তবেই সংসার চলে, আমাদের লড়াইটা মূলতঃ তাদের জন্য। এরা সবাই প্রকৃত লড়াকু। আর এই লাইব্রেরি তাদেরক কাছে স্বপ্নের কারখানা। প্রতি বৃহস্পতিবার কম্পিটিটিভ এক্সাম এর ক্লাস হয়। যাদের ২/৩ লাখ টাকা দিয়ে কোনো নাম করা ইনস্টিটিউশনে কম্পিটিটিভ এক্সামের ক্লাস করা সম্ভব হয়না তাদের জন্য এ এক সুবর্ণ সুযোগ। ইতিমধ্যে দুজন স্টুডেন্ট এই এক্সাম ক্র্যাক করতেও সফল হয়েছে।
এটি একটি সরকারি লাইব্রেরি। এখানে বই পড়ার জন্য কোনো রকম টাকা লাগেনা। শুধু আপনার বই পড়ার সময় এবং ইচ্ছে থাকলেই এই লাইব্রেরির দরজা আপনার জন্য খোলা। দুপুর ১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকে এই লাইব্রেরি। সরকারী ছুটির দিনগুলো বন্ধ থাকে। এখানে নতুন, পুরোনো, দুষ্প্রাপ্য সব ধরণের বই পাওয়া যায়। মেম্বারশিপ নিলে ১৫ দিনের জন্য বই বাড়ি নিয়ে যেতে পারবেন। তারপর রিনিউ করাতে হবে।
বই পড়া ছাড়াও এখানে উপরে সরকারি লাইব্রেরি থাকলেও নীচের অংশটা কোনো এক ক্লাব বা সংস্থা জবর দখল করে রেখেছিল। তা সরিয়েছেন লাইব্রেরিয়ান নিজে। সম্প্রতি হাওড়ার সরকারী লাইব্রেরি হিসাবে পুরস্কৃত হয়েছে এই লাইব্রেরি তার সুন্দর পরিকাঠামো এবং সৃজনশীলতার জন্য।