Graduation Admission: কলেজে গ্রাজুয়েশনের ভর্তি কবে? বড় আপডেট উচ্চশিক্ষা দফতরের

শুক্রবার, ২রা জুন কলেজে স্নাতকস্তরে ছাত্র-ছাত্রী ভর্তি নিয়ে নির্দেশিকা জারি করল উচ্চশিক্ষা দফতর। উচ্চশিক্ষা দফতরের নির্দেশিকায় বলা হয়েছে যে ১ লা জুলাই থেকে শুরু হতে…

Student studying with a laptop

শুক্রবার, ২রা জুন কলেজে স্নাতকস্তরে ছাত্র-ছাত্রী ভর্তি নিয়ে নির্দেশিকা জারি করল উচ্চশিক্ষা দফতর। উচ্চশিক্ষা দফতরের নির্দেশিকায় বলা হয়েছে যে ১ লা জুলাই থেকে শুরু হতে চলেছে রাজ্যের কলেজগুলিতে ভর্তির প্রক্রিয়া।

ছাত্র-ছাত্রীরে স্নাতক স্তরে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করতে পারবে। আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ই জুলাই। নির্দেশিকায় বলা হয়েছে ২০ জুলাইয়ের মধ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে প্রকাশ করতে হবে মেধাতালিকে। এরপর ৩১ শে জুলাইয়ের মধ্যে শেষ হবে ভর্তি প্রক্রিয়া। ক্লাস শুরু করে দিতে হবে ১লা অগস্ট থেকে।

   

উচ্চশিক্ষা দফতর ৭ দফা এডভাইজারি প্রকাশ করেছে ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে। এডভাইজারিতে বলা হয়েছে মেধার ভিত্তিতেই হবে ছাত্র ভর্তি। স্পষ্টভাবে বলা হয়েছে যে কোনও ছাত্র-ছাত্রীর থেকে আবেদনপত্র বা প্রসপেক্টাস নেওয়ার জন্য কোনও টাকা নেওয়া যাবেনা। যোগ্য প্রার্থীদের ইমেল বা চিঠির মাধ্যমে জানাতে হবে কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।