
এইচডিএফসি ব্যাঙ্ক বুধবার ঘোষণা করেছে যে ব্যাঙ্ক ফিউচার ব্যাঙ্কার্স ২.০ চালু করার জন্য প্রস্তুত। এর আওতায় এক বছরের মধ্যে তরুণ গ্র্যাজুয়েটদের ব্যাঙ্কিং প্রফেশনালে ট্রেনিং দেওয়া হবে।
জানা গিয়েছে ব্যাঙ্ক ফিউচার ব্যাঙ্কার্স ২.০ একটি প্যান-ইন্ডিয়া রিক্রুটমেন্টের প্রোগ্রাম। বিএফএসআই-র মণিপাল গ্লোবাল অ্যাকাডেমির সহযোগিতায় এই স্পেশাল রিক্রুটমেন্ট প্রোগ্রাম চালু করা হবে।
এইচডিএফসি ব্যাঙ্ক ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থীরা আবেদন করতে পারেন।
ব্যাঙ্ক জানিয়েছে এই কোর্সটি সফল ভাবে করলে ইন্টার্নদের বিএসএসআইয়ের মণিপাল অ্যাকাডেমি থেকে সেলস অ্যান্ড রিলেশনশিপ ব্যাঙ্কিংয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা এবং এইচডিএফসি ব্যাঙ্কে ডেপুটি ম্যানেজারের গ্রেডে পার্সোনাল ব্যাঙ্কার হিসাবে নিশ্চিত চাকরির সুযোগ দেওয়া হবে।
সমস্ত সফল প্রার্থীদের ৫.৫৯ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক সিটিসি অফার করা হবে। নতুন নিয়োগপ্রাপ্তরা ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি লিডারের সঙ্গে কাজ করতে পারবেন।










