রাজ্যের বিভিন্ন জেলায় সমবায় দফতরে চলছে গ্রুপ সি কর্মী নিয়োগ

Recruitment of staff is going on in the central company of Kolkata
Recruitment of staff is going on in the central company of Kolkata

News Desk: পশ্চিমবঙ্গে যে সকল ব্যক্তিরা চাকরির সন্ধান করছেন তাদের জন্য সুখবর। সমবায় দফতরের গ্রুপ সি পদে কর্মী নিয়োগ চলছে। ‘ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস কমিশন’-এর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তির নোটিশ নম্বর ০৫/২০২১। রাজ্যের বিভিন্ন জেলায় কর্মী নিয়োগ করা হবে।

ফিল্ড সুপারভাইজারঃ শূন্যপদ রয়েছে ২ টি। আবেদনকারীদের নূন্যতম যোগ্যতা হতে হবে স্নাতক পাশ। পাশাপাশি, বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। বর্ধমান কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেডে প্রার্থী নিয়োগ করা হবে। প্রতি মাসের বেতন ২০,০০০ টাকা।

   

অফিস অ্যাসিস্টেন্টঃ নিয়োগের স্থান দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ওয়েভার্স কো-অপারেটিভ সোস্যাইটি লিমিটেড (তন্তুজা)। নূন্যতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ। থাকতে হবে বেসিক কম্পিউটার নলেজ। এই মুহূর্তে শূন্যপদ রয়েছে ৩ টি। প্রার্থীদের প্রতিমাসে বেতন হবে ২৬,৬০৫ টাকা। এই কোম্পানিতেই টেকনিক্যাল অ্যাসিস্টেন্টের জন্য শূন্যপদ রয়েছে ২ টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্নাতক পাশ এবং বেসিক কম্পিউটার নলেজ। প্রার্থীদের প্রতিমাসের বেতন হবে ২৬,৬০৫ টাকা।

আবেদনকারীরা অনলাইনে চাকরির আবেদন করতে পারবেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন