কেন্দ্রীয় সংস্থা RITES নিয়োগ করতে চলেছে বিপুল কর্মী, রইল বিস্তারিত তথ্য

rites job girl

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ৭২ জনকে চাকরি দিতে চলেছে RITES । এর মধ্যে ৩৬ জন অসংরক্ষিত প্রার্থীও পাবেন নিয়োগপত্র। বাকি আসনগুলি তফশিলি জাতি ও উপজাতিভুক্তদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। RITES- র বিভিন্ন বিভাগে পোস্টিং দেওয়া হবে তাঁদের। তবে স্থায়ীভাবে কাউকে নিয়োগ করা হবে না। চুক্তিরভিত্তিতে চাকরি দেবে এই কেন্দ্রীয় সংস্থা।

কোন পদে পাবেন চাকরি
মেকানিকাল বা মেটালার্জি -৩৪
ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স -২৮
সিভিল ইঞ্জিনিয়ারিং- ৮
তথ্য প্রযুক্তি বা IT-২

   

বয়স সীমা
RITES-র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে আবেদনের জন্য ন্যূনতম বয়স হতে হবে ৪০ বছর সংরক্ষিত অর্থাৎ তফশিলি জাতি ও উপজাতিভুক্তরা আবেদনের বয়সে কিছুটা ছাড় পাবেন। আবেদনের সময় বয়সের প্রমাণপত্র দাখিল করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা
প্রতিটি বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের চাকরির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতায় তারতম্য রয়েছে। বি.টেক পাশ করা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ওই বিভাগের জন্য আবেদন করতে পারবেন। আবার ইলেক্ট্রনিক্স বা ইলেকট্রিক্যাল বিভাগে সংশ্লিষ্ট বিষয়ের ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকতে হবে। একইভাবে সিভিল ও কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ররা শেষ দু’টি বিভাগে আবেদন করতে পারবেন। পাশাপাশি আবেদনকারীদের ম্যানেজার ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন
এই পোস্টে বেসিক পে ২৩,৩৪০ টাকা ধার্য করেছে RITES। বেতন ছাড়া বেশ কিছু ভাতাও দেওয়া হবে। নন মেট্রো শহরের ক্ষেত্রে ৭০ শতাংশ ও মেট্রো শহরের ক্ষেত্রে ৭৫ শতাংশ ভাতা দেবে RITES। মুম্বই ও বেঙ্গালুরুর বাসিন্দারা পাবেন ৮০ শতাংশ ভাতা। এছাড়াও রয়েছে স্বাস্থ্য ও দুর্ঘটনা জনিত বিমা। তবে প্রভিডেন্ট ফান্ডের জন্য কেটে নেওয়া হবে ১২ শতাংশ টাকা।

আবেদন ফি
সংশ্লিষ্ট পদগুলিতে আবেদনের জন্য অসংরক্ষিত ও OBC প্রার্থীদের ফি বাবদ দিতে হবে ৬০০ টাকা। বাকিদের ৩০০ টাকা দিলেই চলবে। এর সঙ্গে যুক্ত হবে GST। ২২ এপ্রিল পর্যন্ত করা যাবে আবেদন। ৯ মে প্রার্থী নির্বাচনের জন্য হবে ইন্টারভিউ। এর পর প্রাথমিকভাবে 1 বছরের জন্য নিয়োগ করবে RITES। পরে পারফরম্যান্সের উপর ভিত্তি করে কাজের মেয়াদ বৃদ্ধি করবে কর্তৃপক্ষ। তাই এই সুযোগ হাতছাড়া করলে আপনারই ক্ষতি। তাই দেরি না করে আজই আবেদন করুন RITES এর ওয়েবসাইটে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন