Tuesday, October 14, 2025
HomeEducation-Careerডিজিটাল মিডিয়ায় কাজের সুবর্ণ সুযোগ

ডিজিটাল মিডিয়ায় কাজের সুবর্ণ সুযোগ

একটি প্রথম সারির জনপ্রিয় নিউজ পোর্টাল (Digital Media Job) বিভিন্ন পদে কর্মী নিয়োগ করছে। কলকাতায় অফিসে এসে কাজ করতে হবে। ওয়ার্ক ফ্রম হোমের কোনও সুযোগ নেই। আগামী ১৫ অগস্টের মধ্যে ইমেলে আবেদনপত্র (adsranar@gmail.com) পাঠাতে হবে। বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ, অ্যাঙ্কর কাম কপি এডিটর, অ্যাসিস্ট্যান্ট প্রোডিউসর (Digital Media Job), ইন্টার্ন।

- Advertisement -

১) পদের নাম – বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ
স্থান – কলকাতা
বেতন – আলোচনা সাপেক্ষ
যোগ্যতা:
বিজনেস ডেভেলপমেন্টে ০ থেকে ১ বছরের অভিজ্ঞতা
বাংলা, ইংরেজি ও হিন্দিতে ভালো দখল থাকতে হবে
মার্কেট রিসার্চ এবং লিড জেনারেশনে পারদর্শিতা
মাস কমিউনিকেশন, কমার্স শাখায় স্নাতক ডিগ্রি
যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে উপরোক্ত ডিগ্রিগুলি বাধ্যতামূলক নয়

- Advertisement -

২) পদের নাম – অ্যাঙ্কর কাম কপি এডিটর
স্থান – কলকাতা
বেতন – আলোচনা সাপেক্ষ
যোগ্যতা:
ক্যামেরার সামনে সাবলীল হতে হবে
বাংলা বলা, নির্ভুল বাংলা লেখায় পারদর্শিতা
অ্যাঙ্করিংয়ে ০ থেকে ১ বছরের অভিজ্ঞতা
সাম্প্রতিক খবর সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে
যে কোনও শাখায় স্নাতক ডিগ্রি (মাস কমিউনিকেশনের ডিগ্রি না থাকলেও চলবে)

৩) পদের নাম – অ্যাসিস্ট্যান্ট প্রোডিউসর
স্থান – কলকাতা
বেতন – আলোচনা সাপেক্ষ
যোগ্যতা:
বাংলা বলা, নির্ভুল বাংলা লেখায় পারদর্শিতা
অ্যাসিস্ট্যান্ট প্রোডিউসর হিসেবে ০ থেকে ১ বছরের অভিজ্ঞতা
সাম্প্রতিক খবর সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে
যে কোনও শাখায় স্নাতক ডিগ্রি (মাস কমিউনিকেশনের ডিগ্রি না থাকলেও চলবে)

৪) পদের নাম – ইন্টার্ন (গ্রাফিক্স, কপি রাইটিং, ভিডিয়ো এডিটিং, ফটোগ্রাফি)
স্থান – কলকাতা
বেতন – স্টাইপেন্ড দেওয়া হবে। ভালো পারফরম্যান্স করলে স্থায়ী কাজের সুযোগ।
যোগ্যতা:
বাংলা বলা, নির্ভুল বাংলা লেখায় পারদর্শিতা
অভিজ্ঞতা না থাকলে শিখিয়ে নেওয়া হবে
সাম্প্রতিক খবর সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে
যে কোনও শাখায় স্নাতক ডিগ্রি (মাস কমিউনিকেশনের ডিগ্রি না থাকলেও চলবে)
স্নাতক পাঠরত পড়ুয়ারাও আবেদন জানাতে পারেন

আগামী ১৫ অগস্টের মধ্যে ইমেলে আবেদনপত্র (adsranar@gmail.com) পাঠাতে হবে। কোন পদের জন্য আবেদন করছেন, তা অবশ্যই মেলের সাবজেক্ট লাইনে লিখবেন। 

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর

জনপ্রিয় সংবাদ