ইন্টারভিউ দিলেই Kolkata Metro প্রকল্পের কোম্পানিতে চাকরি, বেতন মাসে ২.৮০ লক্ষ পর্যন্ত

দক্ষিণ কলকাতার ই এম বাইপাসের উপর দিয়ে বিমানবন্দর পর্যন্ত মেট্রো (Kolkata Metro) সম্প্রসারণের কাজ করছে রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড (Railway Bikash Nigam Limited) নামের সংস্থা।…

kolkata metro last train timming changed Lets find out whole details , আজ থেকে কলকাতা মেট্রোর রাত্রীকালীন পরিষেবা বন্ধ, জানুন শেষ ট্রেনের সময়

দক্ষিণ কলকাতার ই এম বাইপাসের উপর দিয়ে বিমানবন্দর পর্যন্ত মেট্রো (Kolkata Metro) সম্প্রসারণের কাজ করছে রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড (Railway Bikash Nigam Limited) নামের সংস্থা। সেই কোম্পানিতেই এবার চাকরির সুবর্ণ সুযোগ। এই মর্মে ইতিমধ্যেই জারি হয়েছে বিজ্ঞপ্তি। ইচ্ছুক প্রার্থীদের Email-এ পাঠাতে হবে আবেদনপত্র।

RVNL-এ চাকরির সুযোগ
RVNL-র তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, জেনারেল ম্যানেজার (ফিন্যান্স) পোস্টে হবে নিয়োগ। এতে রাজ্যের যে কোনও জেলা থেকে মহিলা-পুরুষ নির্বিশেষে সকলেই করতে পারবেন আবেদন। এতে শূন্যপদের সংখ্যা ২। ক্লাস ১০ আর ITI পাশে কাজের সুযোগ, ৮৬২ জনকে নিয়োগ করবে রেল

   

বয়স সীমা
এই পোস্টে ৫৭ বছর পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনের সময় বয়সের প্রমাণপত্র দাখিল করতে হবে। তফশিলি জাতি (SC) ও তফশিলি উপজাতিভুক্তরা (ST) বয়সের ক্ষেত্রে কোনও ছাড় পাবেন কিনা, তা জানতে মূল বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।

বেতন কাঠামো
জেনারেল ম্যানেজার ফিন্যান্স পোস্টে প্রতি মাসে পারিশ্রমিক বাবদ মিলবে ১.২০ লাখ টাকা। সর্বোচ্চ ২.৮০ লাখ টাকা ।

শিক্ষাগত যোগ্যতা
ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই স্নাতকের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কর্পোরেট ওয়ার্কিং বা তালিকাভুক্ত কোম্পানিতে কাজের অভিজ্ঞতা থাকলে তবেই করা যাবে আবেদন। পেশাদারি অভিজ্ঞতার শংসাপত্র আবেদনের সময় জমা করতে হবে।

আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের প্রথমে rvnl.org-তে লগ ইন করতে হবে। এই পোর্টালের হোম পেজেই মিলবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। যা ভালোভাবে দেখে নিতে হবে। এর পর [email protected]এ পাঠাতে হবে আবেদনপত্র। বিজ্ঞপ্তিতে বলে দেওয়া নথির স্ক্যান কপিও মেইল করতে হবে।

নিয়োগ পদ্ধতি
জেনারেল ম্যানেজার ফিন্যান্স পোস্টে কোনও লিখিত পরীক্ষা নেবে না RVNL। ইন্টারভিউয়ের মাধ্যমেই করা হবে নিয়োগ। যার দিনক্ষণ এখনও ঘোষণা করেনি এই সংস্থা। ইচ্ছুক প্রার্থীদের থেকে অনলাইনে আবেদনপত্র চাওয়া হয়েছে। যার শেষ তারিখ হল ১০ মে।