School Job: ৪ হাজার শূন্য পদে নিয়োগ একলব্য মডেল স্কুলে

আপনি কি শিক্ষক পদে চাকরি করতে ইচ্ছুক! তাহলে আপনার জন্য এলো বিরাট সুখবর। সম্প্রতি একলব্য মডেল রেসিডেন্ট স্কুল এর পক্ষ থেকে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা…

আপনি কি শিক্ষক পদে চাকরি করতে ইচ্ছুক! তাহলে আপনার জন্য এলো বিরাট সুখবর। সম্প্রতি একলব্য মডেল রেসিডেন্ট স্কুল এর পক্ষ থেকে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রায় ৪ হাজারের বেশি শূন্য পদে নিয়োগ করতে চলেছে একলব্য মডেল রেসিডেন্ট স্কুল।

Advertisements

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়ায়। আগামী 31শে জুলাই পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। আবেদন করা যাবে অনলাইনের ভিত্তিতে। একলব্য মডেল রেসিডেন্ট স্কুল এর বিজ্ঞপ্তি অনুযায়ী প্রিন্সিপাল পদে নিয়োগ করা হবে 303 জনকে। অন্যদিকে পিজিটি কম্পিউটার সায়েন্স এবং পিজিটি পদে শূন্য পদ রয়েছে ২০০০ এর ওপর।

   

তাছাড়া ল্যাব এসিস্ট্যান্ট পদে রয়েছে প্রায় 300 টি শূন্য পদ। একই সাথে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে রয়েছে ৭৪৯টি এবং একাউন্টেন্ট পদে রয়েছে ৩৬১টি শূন্য পদ। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সরকার স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে কমার্স এ স্নাতক ডিগ্রি থাকতে হবে।

তাছাড়া জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার জন্য প্রার্থীদের হিন্দি টাইপিং এর অভিজ্ঞতা থাকতে হবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে প্রিন্সিপাল পদে আবেদন করার জন্য প্রার্থীদের স্নাতকোত্তর এবং বিয়ের ডিগ্রি থাকতে হবে একই সাথে থাকতে হবে ১২ বছর শিক্ষক হিসেবে কাজ করার অভিজ্ঞতা।