Sunday, December 7, 2025
HomeEducation-Careerবিশ্ববিদ্যালয়ের একাধিক পদে নিয়োগ প্রক্রিয়া শুরু

বিশ্ববিদ্যালয়ের একাধিক পদে নিয়োগ প্রক্রিয়া শুরু

- Advertisement -

দিল্লি বিশ্ববিদ্যালয়ের একাধিক পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হল। জানা গিয়েছে, ডিইউ দেশবন্ধু কলেজে নন টিচিং স্টাফ পদে নিয়োগের জন্য আবেদন পত্র চেয়েছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা যারা এই পদগুলির জন্য আবেদন করতে চান তারা দেশবন্ধু কলেজ deshbandhucollege.ac.in বা dunt.uod.ac.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। এই পদগুলির জন্য আবেদন করার শেষ তারিখ ৯ সেপ্টেম্বর।

এছাড়াও https://dunt.uod.ac.in/index.php/site/login এই লিঙ্কের মাধ্যমে সরাসরি এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন প্রার্থীরা। মোট পদ সংখ্যা ৪০। আবেদনের শেষ তারিখ ৯ সেপ্টেম্বর।

   

যোগ্যতা
প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে প্রদত্ত সংশ্লিষ্ট যোগ্যতা থাকতে হবে।

বয়সসীমা
প্রার্থীদের বয়সসীমা ৩৫ বছরের বেশি হওয়া উচিত নয়।

ইউআর/ ওবিসি/ ওবিসি ইডাব্লুএস বিভাগের প্রার্থীদের আবেদন ফি হিসাবে ১০০০ টাকা প্রদান করতে হবে। SC/ST তফশিলি উপজাতি/ পিডব্লিউবিডি এবং মহিলা প্রার্থীদের আবেদন ফি প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular