১৭৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করছে দামোদর ভ্যালি কর্পোরেশন, রইল বিজ্ঞপ্তি

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল দামোদর ভ্যালি কর্পোরেশন। সেখানে ১৭৬ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে সেখানে। পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত জেলার চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আগামী 07-07-2024 তারিখ পর্যন্ত শেষ আবেদন করা যাবে।

পদের নাম:-
দামোদর ভ্যালি কর্পোরেশন এর পক্ষ থেকে এক্সিকিউটিভ ট্রেইনি (Executive Trainee) পদে নিয়োগ করা হবে।

   

শূন্যপদ:-
সব মিলিয়ে মোট 176 টি শূন্যপদে নিয়োগ করা হবে।

শূন্যপদের সংখ্যা:-
Executive Trainee (Mech)
59
Executive Trainee (Elec)
58
Executive Trainee (Civil)
39
Executive Trainee (C&I)
15
Executive Trainee (IT)
03
Executive Trainee (Chemical)
02

শিক্ষাগত যোগ্যতা:-
দামোদর ভ্যালি কর্পোরেশনে আবেদন করতে গেলে
প্রার্থীদের অবশ্যই GATE-2023 পাসআউট হতে হবে।

বয়সসীমা:-
07-07-2024 অনুযায়ী 29 বছর এর নিচে থাকতে হবে।

আবেদন পদ্ধতি:-
দামোদর ভ্যালি কর্পোরেশনে আবেদন করতে গেলে
প্রার্থীদের প্রথমে দামোদর ভ্যালি কর্পোরেশন এর অফিসয়াল ওয়েবসাইট www.dvc.gov.in-তে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে এবং আবেদন ফি দিতে হবে।

আবেদন ফি:-
সাধারণ/OBC(NCL)/EWS বিভাগের জন্য 300/- এবং SC/ST/PwD/Ex-SM বিভাগ এবং DVC বিভাগীয় প্রার্থীদের কোনো আবেদন মূল্য লাগবে না।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন