নিট-ইউজি এবং ইউজিসি-নেট পরীক্ষার প্রশ্ন ফাঁস ঘিরে দেশজুড়ে তুঙ্গে বিতর্ক। এর মধ্যেই এবার আরও এক যোগ্যতা অর্জনের সর্বভারতীয় পরীক্ষা স্থগিত ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। স্থগিত করা হয়েছে, সিএসআইআর-ইউজিসি-এনইটি (CSIR-UGC-NET) পরীক্ষা।
আগামী ২৫ ও ২৭ জুন সিএসআইআর-ইউজিসি-এনইটি (CSIR-UGC-NET) পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি শুক্রবার জানিয়েছে যে, ‘অনিবার্য পরিস্থিতি’ এবং ‘লজিস্টিক সমস্যা’র কারণে এই পরীক্ষা আপাতত স্থগিত রাখা হল।
এই পরীক্ষার সংশোধিত সময়সূচী পরে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-র সরকারি ওয়েবসাইটে ঘোষণা করা হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্ধারিত যোগ্যতার মানদণ্ড পূরণ করা ভারতীয় বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে, বিজ্ঞানের নানা বিষয়ের উপর জুনিয়র রিসার্চ ফেলোশিপ, লেকচারশিপ এবং সহকারী অধ্যাপকের যোগ্যতা নির্ধারণের জন্য জয়েন্ট সিএসআইআর-ইউজিসি-এনইটি পরীক্ষা নেওয়া হয়ে থাকে।
উদ্বোধনের কয়েক মাসেই ১৮ কোটির অটল সেতুতে ফাটল! অভিযোগ কংগ্রেসের, মুখ খুলল বিজেপি
ডাক্তারিতে প্রবেশিকা পরীক্ষা নিট প্রশ্ন ফাঁস বিতর্কের মধ্য়েই চলতি সপ্তাহেই ইউজিসি-নেট পরীক্ষা বাতিল করেছে এনটিএ। তারা জানিয়েছে, ডার্ক ওয়েবে এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল। ইউজিসি-নেট পরীক্ষা বাতিল করাল হলেও, নিট বাতিলের কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-র কার্যকলাপ নিয়ে ওঠা প্রশ্ন মেনে নিয়েছেন।