কলেজে ফাঁকা অধ্যক্ষের পদে নিয়োগ বিজ্ঞপ্তি

বিদ্যালয় শিক্ষক পদের পর এবার কলেজ অধ্যক্ষ পদে নিয়োগ করতে চলেছে কলেজ সার্ভিস কমিশন। ২০ শতাংশ কলেজে অধ্যক্ষের পদ খালি রয়েছে। অধ্যক্ষ ছাড়াই চলছে ৭০…

Mamata Banerjee

বিদ্যালয় শিক্ষক পদের পর এবার কলেজ অধ্যক্ষ পদে নিয়োগ করতে চলেছে কলেজ সার্ভিস কমিশন। ২০ শতাংশ কলেজে অধ্যক্ষের পদ খালি রয়েছে। অধ্যক্ষ ছাড়াই চলছে ৭০ থেকে ৮০ টি কলেজের পঠন-পাঠন তাই দ্রুত নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

সম্প্রতি কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান দীপক করের সঙ্গে বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ তার পরেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত৷

মঙ্গলবার থেকেই শুরু হয়েছে অনলাইনে আবেদন করার প্রক্রিয়া৷ একমাস ধরে চলবে এই প্রক্রিয়া।

২০১৩ সালের আগে অধ্যক্ষ ছাড়াই চলছিল কয়েকশো কলেজ। এরপর চারবার অধ্যক্ষের পদে নিয়োগ হয়। ২০১৯ এর তিন বছর পর ফের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করল কমিশন।

গত মার্চ মাসেই অধ্যক্ষ নিয়োগের আইনে পরিবর্তন আনা হয়েছিল। এই প্রথমবার গবেষণার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আবেদনকারীদের রিসার্চ স্কোর দেখা হবে। একেবারে ইউজিসির নিয়ম মেনেই এবারে হবে নিয়োগ