মাধ্যমিকের ফল প্রকাশ, ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছাবার্তা মুখমন্ত্রীর

মাধ্যমিকে প্রথম হয়েছে দেবদত্তা মাঝি, কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুল।

শুক্রবার, ১৯ মে, প্রকাশ হল মাধ্যমিক পরীক্ষার ফল। সকাল ১০ টায় মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education) সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণা করে। জেলার মধ্যে প্রথম পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় কালিম্পং, তৃতীয় কলকাতা। ৯৬.৮১ শতাংশ পূর্ব মেদিনীপুর। কালিম্পং ৯৪.১৩ শতাংশ। কলকাতা ৯৩.৭৫ শতাংশ, পশ্চিম মেদিনীপুর ৯২.১৩ শতাংশ।

ফল প্রকাশের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে শুভেচ্ছাবার্তা দেন। তিনি ট্যুইট করেন, “মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাফল্যের সঙ্গে পূর্ণ হোক তোমাদের আগামীর প্রত্যেকটি দিন।“

   

এ বছরের মাধ্যমিকে উত্তির্ণ হতে পারেননি ১ লক্ষের বেশি পরীক্ষার্থী। পাশের হারে প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুরে। দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং, তৃতীয় স্থানে কলকাতা। পাশের হারে চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর। পাশের হার এবছর ৮৬.১৫ শতাংশ।আগেরবারের থেকে কমল ০.৪৫ শতাংশ। প্রথম দশজনের মধ্যে রয়েছে ১১৮ জন ছাত্র। ১৬ টি জেলা থেকে প্রথম দশজনের মধ্যে রয়েছে ১১৮ জন ছাত্র-ছাত্রী।

প্রথম বিভাগে পাস করেছে ১৩.৬৭ শতাংশ ছাত্র-ছাত্রী। প্রথম হয়েছে দেবদত্তা মাঝি, কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুল। দেবদত্তা ৬৯৭ নম্বর পেয়ে প্রথম হয়েছে। দ্বিতীয় হয়েছে শুভম পাল। প্রথম দশে নেই কলকাতা । টেকনিকাল কারণে ২ জনের রেজাল্ট আটকে রাখা হয়েছে। ২০ জনের পরীক্ষা বাতিল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন