রাষ্ট্র সংঘের (United Nations) রিপোর্ট অবশেষে প্রকাশ্যে এল । পরিস্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, কার্যত ধ্বংসের পথে পৃথিবী। সব কিছুর মূলে আছে বিশ্ব উষ্ণায়ন । যদিও এক শ্রেনীর ব্যবসায়ী, সরকার ও সাধারণ মানুষ এই ভয়াবহ আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছেন। তাদের ধারণা , পৃথিবীর কোন ক্ষয় নেই । ধ্বংসের পথে পৃথিবী এই কথার কোন বাস্তবতা নেই । যদিও রিপোর্ট তা বলছে না ।
তবে রিপোর্ট যাই বলুক না কেন সাধারণ চোখে পৃথিবীকে দেখলেই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে । যেমন চরম বিপদসীমা ছাড়িয়ে বইছে জল । ক্রমেই বাড়ছে ঝড়ের দাপট । ঋতু পরিবর্তন কখন ও কিভাবে হচেছ তা বোঝাই যাচ্ছে না । বর্ষাকাল ছাপিয়ে কখনও চলছে টানা বৃষ্টি আবার কখনও বৃষ্টিহীন বর্ষাকাল । চলতি বছরেই বজ্রপাতের আধিক্য বেড়েছে বহুগুণ । অপঘাতে প্রাণ হারিয়েছেন বহু মানুষ ।
রাষ্ট্র সংঘ তার রিপোর্টে জানিয়েছে , এই শতকের শেষে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে ২.৭ শতাংশ । যা পৃথিবীর জন্য ভয়ঙ্কর । রাষ্ট্র সংঘের সাধারণ সচিব আ্যন্টনিও গুটেরস আশঙ্কা প্রকাশ করে বলেছেন , “আজ থেকে ৬ বছর আগে প্যারিস জলবায়ু চুক্তির সময়ে ১.৫ ডিগ্রি সেলসিয়াসের যে লক্ষ্যমাত্রা আমরা রেখেছিলাম তা আমরা রাখতে পারিনি” । ধ্বংসের পথে পৃথিবী , পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে ।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রির মধ্যে রাখতে না পারলে বড় বিপদ অপেক্ষা করছে । সমস্ত দেশের কাছে তাঁর আর্জি , প্রত্যেকে জলবায়ু পরিবর্তন সম্পর্কে নিজেদের মতো টার্গেট তৈরি করে নিক আর সেই লক্ষ্যে এগিয়ে চলুক । তাঁর কথায় , সমস্ত দেশ এগিয়ে না এলে , বিশেষ করে যারা বড় অর্থনীতির দেশ , তারা এগিয়ে না এলে সব প্রচেষ্টা ই জলে যাবে ।