ধ্বংসের পথে চলেছে পৃথিবী, পরিস্থিতি যাচ্ছে হাতের বাইরে- জানাল রাষ্ট্র সংঘ

রাষ্ট্র সংঘের (United Nations) রিপোর্ট অবশেষে প্রকাশ্যে এল । পরিস্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, কার্যত ধ্বংসের পথে পৃথিবী। সব কিছুর…

world is on the verge of destruction

রাষ্ট্র সংঘের (United Nations) রিপোর্ট অবশেষে প্রকাশ্যে এল । পরিস্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, কার্যত ধ্বংসের পথে পৃথিবী। সব কিছুর মূলে আছে বিশ্ব উষ্ণায়ন । যদিও এক শ্রেনীর ব্যবসায়ী, সরকার ও সাধারণ মানুষ এই ভয়াবহ আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছেন। তাদের ধারণা , পৃথিবীর কোন ক্ষয় নেই । ধ্বংসের পথে পৃথিবী এই কথার কোন বাস্তবতা নেই । যদিও রিপোর্ট তা বলছে না ।

Advertisements

তবে রিপোর্ট যাই বলুক না কেন সাধারণ চোখে পৃথিবীকে দেখলেই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে । যেমন চরম বিপদসীমা ছাড়িয়ে বইছে জল । ক্রমেই বাড়ছে ঝড়ের দাপট । ঋতু পরিবর্তন কখন ও কিভাবে হচেছ তা বোঝাই যাচ্ছে না । বর্ষাকাল ছাপিয়ে কখনও চলছে টানা বৃষ্টি আবার কখনও বৃষ্টিহীন বর্ষাকাল । চলতি বছরেই বজ্রপাতের আধিক্য বেড়েছে বহুগুণ । অপঘাতে প্রাণ হারিয়েছেন বহু মানুষ ।

   

রাষ্ট্র সংঘ তার রিপোর্টে জানিয়েছে , এই শতকের শেষে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে ২.৭ শতাংশ । যা পৃথিবীর জন্য ভয়ঙ্কর । রাষ্ট্র সংঘের সাধারণ সচিব আ্যন্টনিও গুটেরস আশঙ্কা প্রকাশ করে বলেছেন , “আজ থেকে ৬ বছর আগে প্যারিস জলবায়ু চুক্তির সময়ে ১.৫ ডিগ্রি সেলসিয়াসের যে লক্ষ্যমাত্রা আমরা রেখেছিলাম তা আমরা রাখতে পারিনি” । ধ্বংসের পথে পৃথিবী , পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে ।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রির মধ্যে রাখতে না পারলে বড় বিপদ অপেক্ষা করছে । সমস্ত দেশের কাছে তাঁর আর্জি , প্রত্যেকে জলবায়ু পরিবর্তন সম্পর্কে নিজেদের মতো টার্গেট তৈরি করে নিক আর সেই লক্ষ্যে এগিয়ে চলুক । তাঁর কথায় , সমস্ত দেশ এগিয়ে না এলে , বিশেষ করে যারা বড় অর্থনীতির দেশ , তারা এগিয়ে না এলে সব প্রচেষ্টা ই জলে যাবে ।