ফিজিওথেরাপিস্ট পদে নিয়োগ করতে চলেছে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বল, রইল আবেদন পদ্ধতি

চাকরিজীবীদের জন্য সুখবর। কারণ ফিজিওথেরাপিস্ট পদে নিয়োগ করতে চলেছে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বল। তাই যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের শীঘ্রই এই পদে আবেদন করতে বলা হচ্ছে।…

চাকরিজীবীদের জন্য সুখবর। কারণ ফিজিওথেরাপিস্ট পদে নিয়োগ করতে চলেছে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বল। তাই যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের শীঘ্রই এই পদে আবেদন করতে বলা হচ্ছে। পুরুষ এবং মহিলা উভয় এই পদের (CRPF Recruitment 2024) জন্য আবেদন করতে পারবেন। তবে মাথায় রাখতে হবে এই পদের জন্য আবেদন করতে হলে আগামী ১৭ জুনের মধ্যে তা করতে হবে। এরপর আর তা গ্রাহ্য হবে না।

শূন্যপদঃ-
মোট তিনটি শূন্যপদের জন্য এখানে নিয়োগ করবে সেন্ট্রাল রিসার্ভ পুলিশ ফোর্স।

   

আবেদন পদ্ধতিঃ-
আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইচ্ছুক এবং যোগ্যদের দ্রুত এই পদের জন্য আবেদন করতে বলা হয়েছে। এজন্য সেন্ট্রাল রিসার্ভ পুলিশ ফোর্স এর অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে। এজন্য এই লিঙ্কে crpf.gov.in ক্লিক করতে হবে।

যোগ্যতা এবং বয়সঃ-
এই পদের জন্য আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের যে কোনও স্বীকৃত ভারতীয় বা বিদেশী বিশ্ববিদ্যালয় থেকে ফিজিওথেরাপিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়াও, কাজের সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে। সেন্ট্রাল রিসার্ভ পুলিশ ফোর্স সরাসরি এই পদের জন্য নিয়োগ করবে। আবেদনকারীর বয়স কখনই ৪০ বছরের বেশি হওয়া চলবে না।

নিয়োগঃ-
নিয়োগের জন্য এখানে পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে সেন্ট্রাল রিসার্ভ পুলিশ ফোর্স শূন্যপদের জন্য যোগ্য প্রার্থীকে বেঁছে নেওয়া হবে।

বেতনঃ-
যোগ্য প্রার্থীকে প্রতি মাসে ৫৫ হাজার টাকা বেতন দেওয়া হবে।

নিয়োগের স্থানঃ-
ওয়াক ইন ইন্টারভিউ -তে যোগ দেওয়ার জন্য আগামী ১৭ জুন সোমবার সকালে পৌঁছে যেতে হবে।
স্থান – প্রশিক্ষণ দফতর, পূর্ব ব্লক নং 10, লেভেল 7, আর কে পুরম, নিউ দিল্লি, 110066 (যোগাযোগ নম্বর 011- 20867225)