Home Education-Career কেন্দ্রীয় সরকারি সংস্থা ইন্ডিয়ান অয়েলে চলছে কর্মী নিয়োগ, আবেদন করুন আজই

কেন্দ্রীয় সরকারি সংস্থা ইন্ডিয়ান অয়েলে চলছে কর্মী নিয়োগ, আবেদন করুন আজই

Central government agency Indian Oil is hiring staff, apply today

ইন্ডিয়ান অয়েলের (Indian Oil) পাইপ লাইন বিভাগের non-executive কর্মী নিয়োগ। এটি সারা ভারত ব্যাপী শূণ্যপদ রয়েছে।
চলুন জেনে নেয়া যাক বিস্তারিত তথ্য:‐

Advertisements

পদের নাম: ১. ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট
বয়সসীমা- ১৮-২৬ বছরের মধ্যে। SC, ST শ্রেণিদের পাঁচ বছরের এবং OBC শ্রেণীর তিন বছরের ছাড় পাবেন।
মাসিক বেতন- ২৫,০০০‐১,০৫,০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা- ৫৫ শতাংশ নম্বর সহযোগে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে।

   

২. টেকনিক্যাল এটেনডেন্ট
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাস SCVT/NCVT স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে আইটিআই পাস করতে হবে।
বয়সসীমা- ১৮-২৬ বছরের মধ্যে। SC,ST শ্রেণিদের পাঁচ বছরের এবং OBC শ্রেণীর তিন বছরের ছাড় পাবেন।
মাসিক বেতন- ২৩,০০০-৭৮,০০০ টাকা
শূন্যপদ- ১৩৭ টি

আবেদন ফি‐ ১০০ টাকা। কিন্তু SC/ST/PWBD প্রাণীদের ক্ষেত্রে আবেদন ফি লাগবে না।
নিয়োগ প্রক্রিয়া- লিখিত পরীক্ষা এবং ফিজিক্যাল টেস্ট এর মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।
আবেদন শুরু‐ ২৪/০১/২০২২
আবেদন শেষ- ১৮/০২/২০২২

আবেদন করার জন্য প্রয়োজনীয় তথ্য- মোবাইল নম্বর, ইমেইল আইডি, কেন করার জন্য ছবি ।
আবেদন প্রক্রিয়া- ইন্ডিয়ান কপোরেশন পাইপলাইন বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য সহযোগে আবেদন করতে হবে

Advertisements