UGC NET Scam: নেট জালিয়াতি তদন্তে আগ্রাসী সিবিআই, অভিযুক্তের বিরুদ্ধে দাখিল চার্জশিট

নয়াদিল্লিঃ নেট (UGC NET) দূর্নীতি কাণ্ডে নয়া মোড়। সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নেটের জালিয়াতিকাণ্ডে উত্তপ্ত গোটা দেশ। এই দূর্নীতির দায় বর্তমান কেন্দ্রের ঘাড়ে ঠেলে এককাট্টা হয়েছে…

নয়াদিল্লিঃ নেট (UGC NET) দূর্নীতি কাণ্ডে নয়া মোড়। সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নেটের জালিয়াতিকাণ্ডে উত্তপ্ত গোটা দেশ। এই দূর্নীতির দায় বর্তমান কেন্দ্রের ঘাড়ে ঠেলে এককাট্টা হয়েছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। তাই চাপে পড়ে গোটা দূর্নীতিকাণ্ডের  সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

বীভৎস, ৮ বছরের নাবালিকাকে গণধর্ষণ করে খুনের অভিযোগ ষষ্ঠ-সপ্তম শ্রেণির পড়ুয়াদের বিরুদ্ধে!

   

সেই মতো তদন্তে নামে সিবিআই (CBI)। এবার নেট(UGC NET) প্রশ্নপত্রের বিকৃত স্ক্রিনশট শেয়ারে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তবে এই নেট প্রশ্নপত্র বিকৃতির যে অভিযোগটি উঠেছে তাতে নিটের মতো বড় মাপের চক্রান্তের হদিস পায়নি গোয়েন্দা কর্তারা। সিবিআই সূত্রে জানা গিয়েছে, এই চার্জশিটে আপাতত প্রবেশিকার প্রশ্নপত্র নিয়ে প্রতারণার ও চক্রান্তের ধারাতেই মামলা দায়ের করতে পারে তাঁরা।

Gen AI conclave: সব শিক্ষক AI প্রশিক্ষিত হবেন, বাম শাসিত কেরল গড়ল নজির

নেট প্রবেশিকা বসতে এবার ১১ লক্ষ পরীক্ষার্থী আবেদন জানিয়েছিলেন। যারা নেট (UGC NET) উত্তীর্ণ হলে জুনিয়র রিসার্চ ফেলোশিপ হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সুযোগ পেতেন। কিন্তু গত ১৯ জুন প্রবেশিকার পরীক্ষা নিয়ে পেপার লিকের ঘটনা সামনে আসতে পরীক্ষা বাতিল ঘোষণা করে স্বরাষ্ট্রমন্ত্রক।

জানা গিয়েছে জালিয়াতি প্রকাশ্যে আসতেই সর্বভারতীয় বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশন ইউজিসিকে একটি বিশেষ তথ্য পাঠায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টারের অধীনে ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালাইসিস ইউনিটের তরফে এই প্রশ্নফাঁস সংক্রান্ত তথ্য পাঠানো হয়। তারপরই নড়েচড়ে বসে ইউজিসি। এবং শেষ পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা বাতিল করতে বাধ্য হয় কেন্দ্র। পরে সিবিআই তদন্তে নেমে এই কাণ্ডে স্কুল পড়ুয়ার যুক্ত থাকার কথা জানতে পারে।

কেন্দ্রের ‘ভাঙলেও মচকাব না’ অবস্থান! NEET পরীক্ষা নিয়ে আদালতে কী জানাল মোদী সরকার?

অর্থ উপার্জনের জন্য বিশেষ অ্যাপ ব্যবহার করা হয়েছিল বলে জানতে পারে গোয়েন্দারা। প্রশ্নপত্রটি ডার্কনেটে ছড়িয়ে দেয় এই প্রশ্নপত্রের নমুনা। এছাড়াও বিভিন্ন মেসেজিং অ্যাপে ৫-৬ লক্ষ টাকার বিনিময় রমরমিয়ে ব্যবসার ফন্দি এঁটেছিল অভিযুক্তেরা। তবে, আগামী ২১ অগাস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে পুনরায় পরীক্ষা আয়োজন করা হবে বলে ইউজিসি সূত্রে জানানো হয়েছে।