Haldia Petrochemicals: হলদিয়া পেট্রোকেমিক্যালসে শুরু হল নিয়োগ প্রক্রিয়া

Haldia Petrochemicals Launches Recruitment Drive

হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড (Haldia Petrochemicals) শুরু করেছে নিয়োগ প্রক্রিয়া। ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকলেই করা যাবে আবেদন । শীঘ্রই আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ।

নিয়োগ হবে কোন কোন পদে
হলদিয়া পেট্রোকেমিক্যালসের তরফে জানানো হয়েছে মোট 6টি পোস্টে নিয়োগ করবে তারা। সেগুলি হল, ডেপুটি ম্যানেজার ম্যানেজার ক্যাপ্টিভ পাওয়ার প্ল্যান্ট মেকানিক্যাল, ডেপুটি ম্যানেজার ম্যানেজার ক্যাপ্টিভ পাওয়ার প্ল্যান্ট ইলেক্ট্রিক্যাল, রোটেটিং ইকুইপমেন্ট রিলায়েবিলিটি ম্যানেজার, স্ট্যাটিক ইকুইপমেন্ট রিলায়েবিলিটি ম্যানেজার, ইলেক্ট্রিক্যাল রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার এবং ইনস্ট্রুমেন্ট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার।

   

শিক্ষাগত যোগ্যতা
ডেপুটি ম্যানেজার ম্যানেজার ক্যাপ্টিভ পাওয়ার প্ল্যান্ট মেকানিক্য়াল পোস্টে আবেদনের জন্য আবেদনকারীকে স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকতে হবে। এছাড়া ৮ থেকে ১২ বছরের পেশাগত অভিজ্ঞতার শংসাপত্র জমা দিতে হবে। বাকি পদগুলিতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা জানতে বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।

আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে লগ ইন করতে হবে। সেখানেই মিলবে আবেদনের লিঙ্ক। তাকে ক্লিক করলে খুলে যাবে আবেদনপত্র। যা প্রার্থীকে মনোযোগ দিয়ে পূরণ করতে হবে। এর পর বিজ্ঞপ্তিতে বলে দেওয়া যাবতীয় নথির স্ক্যান কপি আপলোডে করে জমা করতে হবে ওই আবেদনপত্র। উল্লেখ্য, চাকরি গেলে হলদিয়ার দফতরেই হবে পোস্টিং। রাজ্যের যে কোনও জেলা থেকে নারী-পুরুষ নির্বিশেষে সকলেই এতে আবেদন করতে পারবেন। আজই শুরু করেদিন এই আবেদন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন