
ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসাল্টেন্ট ইন্ডিয়া লিমিটেড (Broadcast Engineering Consultant India Limited) এর পক্ষ থেকে নিয়ে আসা হলো চাকরির সুযোগ। সম্প্রতি BECIL সংস্থার পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সমস্যা পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ল্যাব এনালিস্ট মাল্টি টাস্কিং স্টাফ স্যাম্প্লারসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করতে চলেছে সংস্থা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মোট শূন্য পদ রয়েছে চারটি। ল্যাব এনালিস্ট পদে আবেদন করার জন্য প্রার্থীদের থাকতে হবে যে কোন সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি। মাল্টি টাস্কিং স্টাফ পদে আবেদনের জন্য যেকোনো বিষয়ের উপর স্নাতক ডিগ্রি থাকা বাধ্যতামূলক।
বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন প্রক্রিয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য প্রার্থীদের যেতে হবে, ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেডের নিজস্ব ওয়েবসাইটে। আগামী ৬ আগস্ট পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংশ্লিষ্ট পদে নিয়োগ হওয়ার পরে প্রার্থীদের বেতন দেওয়া হবে ২০ হাজার টাকা থেকে শুরু করে ২৪ হাজার টাকা পর্যন্ত।










