Higher Secondary: উচ্চ মাধ্যমিকের নতুন পাঠক্রম শুরুকে কেন্দ্র করে বড় তথ্য সংসদের

এবার থেকে উচ্চ মাধ্যমিকের (Higher Secondary) ক্লাস শুরু হবে মে মাস থেকে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি দিয়ে জানাল। আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ চলতি বছরে যারা…

West Bengal HS Examination Routine, ২০২৫ সালে উচ্চমাধ্যমিক শুরু কবে? জানুন আগামী বছরের পরীক্ষার রুটিন

এবার থেকে উচ্চ মাধ্যমিকের (Higher Secondary) ক্লাস শুরু হবে মে মাস থেকে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি দিয়ে জানাল। আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ চলতি বছরে যারা একাদশ শ্রেণিতে উঠবেন তাঁদের সময় থেকেই উচ্চ মাধ্যমিকে শুরু হচ্ছে সেমিস্টার পদ্ধতি। সিলেবাসেও বদল আনা হচ্ছে। জানানো হয়েছে এবার থেকে আর হবে না টেস্ট পরীক্ষা। বর্তমান পরিস্থতির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাক্ষেত্রে এই পরিবর্তন। সেমিস্টার পদ্ধতিতে উচ্চমাধ্যমিক নেওয়া হবে।

সেমিস্টারে কেমন প্রশ্ন হবে তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। অবশেষে প্রশ্ন নিয়ে বিজ্ঞপ্তি দিল সংসদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানান হয়েছে, প্রশ্নপত্রের ৫০ শতাংশ প্রশ্ন সহজ ভাবে হবে। সরল ভাবে পড়ুয়ারা উত্তর দিতে পারবেন। বাকি ৩০ শতাংশ প্রশ্ন হবে তুলনামূলক কঠিন। আর বাকি থাকল আরও ২০ শতাংশ। আর সেই প্রশ্নগুলি উচ্চমানের হবে। আর তা দিয়েই ছাত্রছাত্রীদের মেধা শিক্ষা সংসদ যাচাই করতে চাইছে বলে মনে করা হচ্ছে। পরীক্ষার্থী যে বিষয়ে পরীক্ষা দিচ্ছে সে বিষয়ে কতটা দক্ষ এই ২০ শতাংশ প্রশ্নের মাধ্যমেই যাচাই করা হবে বলে জানা গিয়েছে।

একাদশ এবং দ্বাদশের প্রথম সেমিস্টারের প্রশ্ন ভাগ করা হবে তিনটি স্তরে। সংসদ চাইছে সাধারণ পড়ুয়ার পাশাপাশি মধ্য ও উচ্চ মেধাবী পড়ুয়ারাও নিজেদের মেধা যাচাইয়ের সুযোগ পাক। আর সেভাবেই প্রশ্ন সাজানো হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে কবে থেকে উচ্চমাধ্যমিকের ক্লাস শুরু হবে তাও জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

Advertisements

তবে মে মাসের মাঝামাঝি সময় থেকে সেমিস্টার ওয়ান এবং তিনের ক্লাস শুরু হবে বলে জানানো হয়েছে। যা অক্টোবর মাস পর্যন্ত চলবে । আর সেমিস্টার টু ও ফোর ক্লাস শুরু হবে নভেম্বর থেকে,চলবে এপ্রিল মাস পর্যন্ত। এমনটাই জানানো হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে।