মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগ হতে চলেছে কর্মী,রইল আবেদন পদ্ধতি

চাকরি প্রার্থীদের জন্য বিশেষ সুখবর। কারণ নিয়োগ হতে চলেছে মাল্টি টাস্কিং দফতরে। এখানে পশ্চিমবঙ্গের বা ভারতের যেকোনো জায়গা থেকে উপযুক্ত যোগ্য চাকরিপ্রার্থীরা চাকরির জন্য আবেদন…

চাকরি প্রার্থীদের জন্য বিশেষ সুখবর। কারণ নিয়োগ হতে চলেছে মাল্টি টাস্কিং দফতরে। এখানে পশ্চিমবঙ্গের বা ভারতের যেকোনো জায়গা থেকে উপযুক্ত যোগ্য চাকরিপ্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সুতরাং, যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী,তারা খুব সহজেই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। আবেদনের শেষ তারিখ ৩১.০৫.২০২৪।

নিয়োগকারী সংস্থা:-
Broadcast Engineering Consultants India Limited

   

শূন্যপদ:

মাল্টি টাস্কিং স্টাফ পদে ১৯টি শূন্য পদ রয়েছে ।

কোন কোন পদে নিয়োগ করা হবে:-

এখানে আবেদনকারী প্রার্থীদের নানা ধরনের পদে নিয়োগ করা হবে। সেগুলি হলো –

1.Supervisor (Skilled) – ২টি পদ

2.Housekeeping/MTS (Unskilled) – ১টি পদ

3.Loader (Unskilled) – ১৪টি পদ

4.Office Assistant – ২টি পদ

শিক্ষাগত যোগ্যতা:-
এখানে আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন রকমের রয়েছে। বিস্তারিত জানতে হবে অফিসিয়াল নোটিশটি দেখে নিন।

বয়স:-
মাল্টি টাস্কিং স্টাফ পদে আবেদনকারী প্রার্থীদের সর্বোচ্চ বয়স 35 বছরের মধ্যে হতে হবে। কিন্তু, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে।

বেতন:-
মাল্টি টাস্কিং স্টাফ পদ অনুসারে বেতন বিভিন্ন রকমের রয়েছে। বিস্তারিত নোটিশে দেওয়া রয়েছে।

আবেদন পদ্ধতি:-
এখানে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের সবার আগে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মোবাইল নং ও যাবতীয় কিছু তথ্য দিয়ে নিজের রেজিস্ট্রেশন করতে হবে। তারপর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন ফর্মটি সমস্ত রকম তথ্য দিয়ে পূরণ করতে হবে। দিয়ে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে ও তারপর অ্যাপ্লিকেশন পেমেন্ট করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে।

প্রার্থী বাছাই পদ্ধতি:-
আবেদনকারী প্রার্থীদের স্কিল টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন মূল্য:-
তপশিলি জাতি এবং আর্থিক অনগ্রসর সহ শারীরিক ভাবে প্রতিবন্ধী ব্যাক্তিদের জন্য ৫৩১ টাকা এবং অন্যান্য সকল প্রার্থীদের জন্য ৮৮৫টাকা আবেদন মূল্য হিসেবে ধার্য করা হয়েছে।