পশ্চিমবঙ্গ রাজ্যে, রাজ্য সরকারের বিশেষ প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার বিশেষ জায়গা করে নিয়েছে মহিলাদের মনে। প্রকল্পটি নিয়ে আসার পর রাজ্যের সকল মহিলাদের দেওয়া হত ৫০০ টাকা। তবে পরবর্তী কালে মাননীয়া মুখ্যমন্ত্রী এই টাকার পরিমাণ বাড়িয়ে করে দেন ১০০০ টাকা । এবার সেই প্রকল্পকে টেক্কা দিতে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি নিয়ে এলো দেশের সমস্ত স্কুলে পাঠরত কন্যাদের জন্য দুর্দান্ত একটি প্রকল্প। যার নাম দেওয়া হয়েছে “প্রধানমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা”। যাতে স্কুলে পাঠরত কম বয়সী কন্যারা বছরে ১০০০ টাকা পর্যন্ত অনুদান পেয়ে থাকবে।
রাজ্য সরকারের দ্বারা তৈরি করা শিক্ষাশ্রী যোজনায় প্রধানত মাধ্যমিক স্তরের স্কুলে ভর্তি হলে অর্থাৎ পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্তয় এই প্রকল্পের সুবিধা শিক্ষার্থীরা পেয়ে থাকবে। কারণ নরেন্দ্র মোদি সরকার দেশের মেয়েদের মধ্যে শিক্ষার হার বাড়াতে এবং তাদের আগামী দিনের পথ সুগম করে এগিয়ে নিয়ে যেতে এই প্রকল্প চালু করেছে। তবে এই বালিকা সমৃদ্ধি যোজনার ফলে সমস্ত স্কুলে পাঠরত কন্যাদের আর্থিক অনুদানের পরিমাণ হয়ে দাঁড়াবে সর্বোচ্চ বছরে ১০০০ টাকা।
বালিকা সমৃদ্ধি যোজনা কি?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের দ্বারা তৈরি করা দেশের স্কুলে পাঠরত কন্যা সন্তানদের জন্য তৈরি করা একটি যোজনা। যার মাধ্যমে সেই সমস্ত কন্যা সন্তানরা বার্ষিক ১০০০ টাকা পর্যন্ত অনুদান পেয়ে থাকবে। এটা প্রধানত দেশের মেয়েদের মধ্যে শিক্ষার হার বাড়াতেই প্রধান মন্ত্রীর বিশেষ প্রচেষ্টা।
বালিকা সমৃদ্ধি যোজনার বৈশিষ্ট্য :-
এই প্রকল্পের ফলে মেয়েরা অবশ্যই স্কুলে ভর্তি হবে। তারপর প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠরত মেয়েরা একমাত্র এই প্রকল্পের সুবিধা নিতে পারবে। কিন্তু শ্রেণী ভেদে এই যোজনায় প্রাপ্ত অনুদানের পরিমাণ ভিন্ন ভিন্ন হবে, অর্থাৎ যে শ্রেণীতে পড়বে কন্যা সন্তান সেই অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ টাকা পাওয়া যাবে। তবে সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত পাওয়া যায়।
আবেদন পদ্ধতি:-
এখানে অনলাইন এবং অফলাইন দুই ভাবেই এই যোজনার আবেদন করা যাবে। যদি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়, তাহলে বালিকা সমৃদ্ধি যোজনা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। এছাড়াও যদি কোনো প্রার্থী অফলাইনের মাধ্যমে অফলাইনের মাধ্যমে আবেদন করতে বেশি আগ্রহী হয়, তাহলে তাদেরকে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে বালিকা সমৃদ্ধি যোজনার ফর্ম ফিলাপ করে আবেদন করতে হবে।
বার্ষিক অনুদানের পরিমাণ
রাজ্যের পড়ুয়া বালিকারা পাবে প্রথম – তৃতীয় শ্রেণী ৩০০ টাকা,চতুর্থ শ্রেণী ৫০০ টাকা,পঞ্চম শ্রেণী ৬০০ টাকা,ষষ্ঠ – সপ্তম শ্রেণী ৭০০ টাকা,অষ্টম শ্রেণী ৮০০ টাকা,নবম – দশম শ্রেণী১০০০ টাকা করে। যা তাদের পড়াশোনার কাজে লাগবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথি :-
১)আবেদনকারী কন্যার জন্ম সার্টিফিকেট
২)আধার কার্ড
৩)রেশন কার্ড
৪)স্কুল সার্টিফিকেট
৫)আবেদনকারীর অভিভাবকের আধার কার্ড ও ভোটার কার্ড
৬)অভিভাবকের ডোমিশিয়াল সার্টিফিকেট
তবে শুধুমাত্র দেশের BPL পরিবারের কন্যা সন্তানরাই এই প্রকল্পের সুবিধা নিতে পারবে। এছাড়া একটি BPL পরিবারের মধ্যে সর্বোচ্চ 2টি কন্যা এই প্রকল্পের সুবিধা পাবে।কিন্তু যদি কোনো পরিবারে ২ এর বেশি কন্যা সন্তান থাকে, তাহলে তারা এই প্রকল্পের সুবিধা পাবে না।