মাধ্যমিক পাশ করলেই মিলবে বায়ুসেনার চাকরি, প্রচুর শূন্যপদে নিয়োগ

job indian Air Force

চাকরি প্রার্থীদের সঙ্গে সুখবর। পেতে পারেন এবার কেন্দ্রীয় সরকারি চাকুরি। ভারতীয় বায়ুসেনার (Air Force)বেশ কয়েকটি পদে হতে চলেছে নিয়োগ। তার জন্য এখনই আবেদন করুন। আসুন জেনে নিন এই চাকরির বিষয়ে বিস্তারিত –

আবেদনের শেষ তারিখ: চলতি মাসেই শেষ হয়ে যাচ্ছে আবেদনের শেষ দিন। আগামী ২৭ এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা।

   

বয়স: চাকরি প্রার্থীদের আবেদনের জন্য আবেদনকরীদের ১৮ – ২৫ বছর বয়সী হতে হবে।
যোগ্যতা: আবেদনকারীদের নূন্যতম দশম শ্রেণি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পাশ করতে হবে।

নিয়োগ পদ্ধতি: বায়ুসেনার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। ওয়েবসাইটের লিঙ্কটি হল- indianairforce.nic.in। এছাড়াও ফর্ম ফিল আপ করার পর বিভিন্ন পদে নিয়োগের জন্যে প্রথমে লিখিত পরীক্ষা, তারপর শারীরিক এবং মেডিক্যাল পরীক্ষা করা হবে। সব কয়টি পরীক্ষায় পাশ করলে তবেই হবে নিয়োগ। এছাড়াও উদ্দিষ্ট পদে চাকরির জন্য যোগ্য হতে হবে।

পদসমূহ: ভারতীয় বায়ুসেনার বেশ কয়েকটি পদে এবার নিয়োগ হতে চলেছে। পদগুলি হল –
১) মাল্টি টাস্কিং স্টাফ: এই পদে আবেদনকারীদের ন্যূনতম ক্লাস দশম শ্রেণি পাশ করতেই হবে।
২) কুক: এই পদের জন্য আবেদন করতে গেলে কম করে প্রত্যেক চাকরিপ্রার্থীকে মাধ্যমিক পাশ করতেই হবে।
৩) হাউস কিপিং স্টাফ: এই পদে আবেদনের জন্য প্রার্থীকে ন্যূনতম দশম শ্রেণি পাশ করতেই হবে।
৪) হিন্দি টাইপ রাইটার: কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ করতেই হবে। হিন্দি টাইপ রাইটারদের মিনিটে ৩০ শব্দ টাইপ করার যোগ্যতা রাখতে হবে।
৫) কার পেন্টার: এই পদের ক্ষেত্রেও ন্যূনতম দশম শ্রেণি পাশ করা সার্টিফিকেট থাকতে হবে।

বিস্তারিত জানতে ভারতীয় বায়ুসেনার অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন