রেলওয়ে রিক্রুটমেন্ট সেল নর্দার্ন রেলওয়েতে নিয়োগ, কীভাবে করবেন আবেদন?

রেলওয়ে রিক্রুটমেন্ট সেল নর্দার্ন রেলওয়ে সম্প্রতি নিয়োগ করতে চলেছে। অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, নর্দার্ন রেলওয়েজ- এর অফিশিয়াল…

Indian Railways

রেলওয়ে রিক্রুটমেন্ট সেল নর্দার্ন রেলওয়ে সম্প্রতি নিয়োগ করতে চলেছে। অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, নর্দার্ন রেলওয়েজ- এর অফিশিয়াল ওয়েবসাইট rrcnr.org- এ গিয়ে আবেদন জমা দিতে পারবেন। মোট ৩০৮১টি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে আগামী ১১ ডিসেম্বর থেকে এবং তা চলবে ১ জানুয়ারি ২০২৪ সাল পর্যন্ত। পরীক্ষার মেরিট লিস্ট প্রকাশ করা হবে ১২ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে।

জেনে নিন আবেদনকারীদের যোগ্যতা সীমা

রেলের এই অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য আবেদনকারীদের সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট থাকা প্রয়োজন। অর্থাৎ আবেদনকারীদের ম্যাট্রিকুলেশন বা দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অথবা এর সমতুল্য কোনও পরীক্ষায় (১০+২ এক্সামিনেশন সিস্টেমের আওতায়) নূন্যতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে। পরিচিত অর্থাৎ স্বীকৃতিপ্রাপ্ত এবং অনুমোদনপ্রাপ্ত বোর্ড থেকে এইসব পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদনকারীদের। এছাড়াও আইটিআই (relevant trade) পাশ করতে হবে আবেদনকারীদের। NCVT/ SCVT এবং ভারত সরকারের দ্বারা স্বীকৃত সার্টিফিকেট থাকা প্রয়োজন। এর পাশাপাশি ১৫ থেকে ২৪ বছর বয়সীরা রেলের এই শিক্ষানবিশ পদে নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন।

যোগ্য প্রার্থীদের নির্বাচন প্রক্রিয়া জেনে নিন –

আবেদন অর্থাৎ অ্যাপ্লিকেশনের স্ক্রিনিং এবং স্ক্রুটিনি করা হবে। কোনও লিখিত পরীক্ষা হবে না। আবেদনকারীদের পাওয়া নম্বরের ভিত্তিতে তৈরি হবে মেরিট লিস্ট। এই তালিকা নির্মাণের ক্ষেত্রে আবেদনকারীরা ম্যাট্রিকুলেশন/SSC/দশম শ্রেণি এবং আইটিআই- এইসব পরীক্ষায় গড়ে কত শতাংশ নম্বর পেয়েছেন তা দেখা হবে। দু’ক্ষেত্রেই সমান গুরুত্ব দেওয়া হবে।

অ্যাপ্লিকেশন ফি কত দিতে হবে জানুন-

১০০ টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে আবেদনকারীদের। অনলাইনে টাকা জমা দিতে হবে। তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম এবং মহিলা আবেদনকারীদের কোনও অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না। cash/ cheque/ money order/ IPO/ Demand Draft/ Central recruitment fee stamp- এইসব প্রক্রিয়ায় টাকা জমা দিলে তা গ্রহণযোগ্য হবে না। অনলাইনে আবেদন করার সময় সেই মাধ্যমেই অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে।