একলপ্তে অনেকটাই ভাতা বাড়ল সরকারি স্কুলের চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের

সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে কর্মরত চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বৃদ্ধি করল রাজ্য সরকার। সব বিভাগের চুক্তি ভিত্তিক আইসিটি কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি…

allowance increased for contractual computer teachers in west bengal government and government aided schools, একলপ্তে অনেকটাই ভাতা বাড়ল সরকারি স্কুলের চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের

সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে কর্মরত চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বৃদ্ধি করল রাজ্য সরকার। সব বিভাগের চুক্তি ভিত্তিক আইসিটি কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করেছে সেলফ হেল্প গ্রুপ ও এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট। বর্ধিত ভাতা চলতি বছরের ১ এপ্রিল থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

অভিজ্ঞতার ভিত্তিতে ক্রমান্বয়ে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের ন্যূনতম ভাতা কাঠামোর পরিবর্তন করল সরকার। এত দিন পর্যন্ত এইসব শিক্ষকদের মাসিক ভাতা ছিল ১০,১৯০ টাকা। এক লাফে তা বেশ কিছুটা বেড়েছে।

   

মাসে মাসে অ্যাকাউন্টে ঢুকবে টাকা, বাজেটে কৃষকদের জন্য বিরাট চমক!

সরকারি নবিজ্ঞপ্তিতে উল্লেখ, যেসব চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক একটানা পাঁচ বছর কাজ করছেন তঁরা এখন থেকে মাসে ২১ হাজার টাকা ভাতা পাবেন। বছরে ইনক্রিমেন্ট হবে ৭০০ টাকা। দশ বছর কাজ করলে ভাতা হবে ২৬ হাজার টাকা। বছরে বাড়বে ৮০০ টাকা। টানা ১৫ বছর চাকরি করলে ৩২ হাজার টাকা ভাতা মিলবে। বছরে বাড়বে এক হাজার টাকা। কেউ যদি কুড়ি বছর ধরে কাজ করেন, তখন তিনি বেতন পাবেন ন্যূনতম ৩৯,০০০ টাকা।

শিয়ালদহ শাখায় ফের যাত্রী ভোগান্তি! ২০-২১ জুলাই বাতিল বহু লোকাল ট্রেন

২০১৩ সালে রাজ্য সরকারি ও সরকার পোষিত স্কুল এবং দফতরগুলিতে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। এই নিয়োগ প্রক্রিয়া হয় পাঁচ ধাপে। স্কুল স্তরে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক পদে প্রায় ৫,৬০০ নিয়োগ হয়েছে।

আইসিটি কম্পিউটার প্রশিক্ষক, পার্শ্বশিক্ষক, ভোকেশনাল, এসএসকে, এমএসকে, শিক্ষাবন্ধু, এনএসকিউএফ, পার্ট টাইম শিক্ষকদের ভাতাও বৃদ্ধির দাবি বহু দিনের। কিন্তু, এ নিয়ে রাজ্য সরকারের তরফে এখনও কিছু জানানো হয়নি।