কর্মী নিয়োগ করতে চলেছে আকাশবাণী কলকাতা, রইল আবেদন পদ্ধতি

চাকরিজীবীদের জন্য সুখবর। কারণ চাকরির সুযোগ দিতে চলেছে আকাশবাণী কলকাতা। আকাশবাণী কলকাতার পক্ষ থেকে জানানো হয়েছে যে বাংলা ভাষায় ক্রিকেট খেলার ধারাভাষ্যকারদের নতুন প্যানেল তৈরির…

AKASHVANI KOLKATA

চাকরিজীবীদের জন্য সুখবর। কারণ চাকরির সুযোগ দিতে চলেছে আকাশবাণী কলকাতা। আকাশবাণী কলকাতার পক্ষ থেকে জানানো হয়েছে যে বাংলা ভাষায় ক্রিকেট খেলার ধারাভাষ্যকারদের নতুন প্যানেল তৈরির জন্যই এই আবেদন করতে বলা হয়েছে। একাধিক শূন্যপদের জন্য নিয়োগ করা হবে এখানে। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ৪ জুন, ২০২৪।

যোগ্যতাঃ-
এই পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে ন্যূনতম স্নাতক উত্তীর্ণ হতে হবে।

   

আবেদন পদ্ধতি

আবেদনকারীকে আবেদন করতে হবে সাদা পাতায়, স্পষ্ট করে জানাতে হবে নিজের নাম, পিতার নাম, ঠিকানা, ফোন নম্বর, ইমেল, জন্মতারিখ এবং শিক্ষাগত যোগ্যতা। বাংলায় খেলাধুলোর ধারাভাষ্যের অভিজ্ঞতা থাকলে তা জানানো যেতে পারে আবেদনপত্রে।

আবেদন করার ঠিকানাঃ-
Sports Section
C/O Station Director
Akashvani Kolkata
Akashvani Bhavan
Eden Gardens
Kolkata-700001
এ ছাড়াও আবেদনপত্র পাঠানো যাবে এই ঠিকানায়ঃ-
[email protected]

তাই আর দেরি না করেই যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে বলা হচ্ছে যথা শীঘ্রই।