Air India: বিমান সেবিকা হিসাবে কাজের সুযোগ, আবেদন করুন আজই

আপনি কি বিমান সেবিকা হতে চান! দীর্ঘদিন ধরে কাজের সুযোগ করছেন বিমান সেবিকা হিসেবে! তাহলে ভারতের অন্যতম বেসরকারি বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া নিয়ে চাকরির…

আপনি কি বিমান সেবিকা হতে চান! দীর্ঘদিন ধরে কাজের সুযোগ করছেন বিমান সেবিকা হিসেবে! তাহলে ভারতের অন্যতম বেসরকারি বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া নিয়ে চাকরির সুযোগ। সম্প্রতি এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমান সেবিকা অথবা কেবিন ক্রু হিসেবে নিয়োগ করা হবে প্রার্থীদের।

তবে এই পদের জন্য শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদন করার জন্য প্রার্থীদের দ্বাদশ শ্রেণী পাশ হওয়া বাধ্যতামূলক। একই সাথে আরো বলা হয়েছে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে আবেদন করার জন্য। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।

তবে কেবিন ক্রু হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে বয়সে কিছুটা ছাড় মিলবে। সেক্ষেত্রে ৩৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা। নিয়োগ প্রক্রিয়া হবে ইন্টারভিউ এর ভিত্তিতে। আগামীকাল প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে তারপরে প্রকাশ করা হবে মেধা তালিকা।

এই মেধা তালিকা অনুযায়ী প্রার্থীদের বাছাই করা হবে। আবেদন প্রক্রিয়া করা যাবে অনলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য প্রার্থীদের যেতে হবে এয়ার ইন্ডিয়ার নিজস্ব ওয়েবসাইটে। সেখানে গিয়ে নিজের নাম নথিভুক্ত করতে হবে তারপর দিতে হবে প্রয়োজনীয় তথ্য। তবে আবেদন করার জন্য কত টাকা জমা দিতে হবে সেটা এখনো পর্যন্ত জানানো হয়নি।