Job: এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে Walk-in-interview কবে? জেনে নিন

সার্টিফায়েড সিকিউরিটি স্ক্রিনার পদে নিয়োগের জন্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (Airports Authority of India) তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কাজের স্থানপ্রার্থীদের রায়পুর এয়ারপোর্টে নিয়োগ…

Job: এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে Walk-in-interview কবে? জেনে নিন

সার্টিফায়েড সিকিউরিটি স্ক্রিনার পদে নিয়োগের জন্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (Airports Authority of India) তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কাজের স্থানপ্রার্থীদের রায়পুর এয়ারপোর্টে নিয়োগ করা হবে।

জানা যাচ্ছে, প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রার্থীরা অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে নির্ধারিত ফরম্যাট ডাউনলোড করতে পারবেন। এরপর ইন্টারভিউয়ের সময় প্রাসঙ্গিক ডকুমেন্ট সহ তা যথাযথ ভাবে পূরণ করে জমা দিতে হবে।

Walk-in-interview হবে ১২ জুন, সোমবার সকাল ১০ টায়। ইন্টারভিউ নেওয়া হবে এই ঠিকানায় –
Conference Hall, 1st Floor, AAI, Old Terminal Building, S.V. Airport, Raipur-492015

মোট ২৫টি শূন্যপদ রয়েছে। বেতন প্রার্থীদের ১৫০০০ টাকা বেসিক পে-তে নিয়োগ করা হবে, এর পাশাপাশি প্রার্থীরা অন্যান্য সু্যোগ সুবিধেও পাবেন। ৩ বছরের মেয়াদে নিয়োগ করা হবে।

Advertisements

আবেদনকারীকে কোনও স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ১০+২ বা ইন্টারমিডিয়েট বা দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে। বিসিএএস বেসিক এভিএসইসি (১৩দিন) সার্টিফিকেট থাকতে হবে। বৈধ বিসিএএস স্ক্রিনার সার্টিফিকেট থাকতে হবে। ইংরেজি, হিন্দি এবং স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে।

জানানো হয়েছে যে ৩১.০৫.২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়সসীমা ৫০ বছরের মধ্যে হতে হবে।