ঢাকায় জঙ্গি দমন অভিযান, বিস্ফোরক সহ ধৃত JMB নেতা উজ্জ্বল মাস্টার

নিউজ ডেস্ক: ভোর থেকে অভিযান চলছিল। বেলা গড়াতেই বাংলাদেশ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) অভিযানে গুঁড়িয়ে গেল জেএমবি জঙ্গি সংগঠনের ডেরা। ধরা পড়েছে জঙ্গি নেতা উজ্জ্বল…

jmb leader arrested in dhaka

short-samachar

নিউজ ডেস্ক: ভোর থেকে অভিযান চলছিল। বেলা গড়াতেই বাংলাদেশ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) অভিযানে গুঁড়িয়ে গেল জেএমবি জঙ্গি সংগঠনের ডেরা। ধরা পড়েছে জঙ্গি নেতা উজ্জ্বল মাস্টার। তার আসল নাম ইমদাদুল হক।

   

ঘটনার কেন্দ্র ঢাকার বসিলা। এখানেই জঙ্গি বৃহস্পতিবার ভোর থেকে বসিলা ব্রিজের কাছে একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে র‍্যাব।

ব়্যাবের সংবাদমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, র‍্যাব জেএমবির একজন শীর্ষ নেতাকে আটক করতে সক্ষম হয়েছে। সেখান থেকে পিস্তল, গুলি, বুলেট প্রুফ জ্যাকেট ও রাসায়নিক দ্রব্য পেয়েছি। আনুমানিক তিন লাখ টাকাও পেয়েছি। বেশ কিছু জিহাদি বই ছিল সেখানে। আটক ব্যক্তির নাম ইমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টার। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।

জেএমবি সংগঠনে উজ্জ্বল মাস্টারের কী ভূমিকা, কোন পদে আছে—এসব বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা