Revolution: অক্টোবর বিপ্লব নাকি নভেম্বর বিপ্লব, ধন্দ কাটান

Special Correspondent, Kolkata: এক পক্ষকালের ফারাকে রুশ বিপ্লবের সময়কালটাই যেন বদলে গিয়েছে ৷ যদিও এই বিপ্লবের সময়কালটা বা মাসটা বদলে গেলেও সেই ইতিহাস তো আর…

November-Revolution

Special Correspondent, Kolkata: এক পক্ষকালের ফারাকে রুশ বিপ্লবের সময়কালটাই যেন বদলে গিয়েছে ৷ যদিও এই বিপ্লবের সময়কালটা বা মাসটা বদলে গেলেও সেই ইতিহাস তো আর বদলাইনি ৷ তবু মানুষের মনে অনেক সময় ধন্দ দেখা যায় রুশ বিপ্লবের সময়টা নিয়ে – সেটা অক্টোবর নাকি নভেম্বর কি বলা যায় ৷

১৯১৭ সালের রাশিয়ায় যে বিপ্লব ঘটে গিয়েছিল তা ইতিমধ্যেই শতবর্ষ পেরিয়ে গিয়েছে ৷ তবে সেই বিপ্লবের প্রভাব তো শুধু রাশিয়া বলে নয় আরও অন্য দেশেও রয়েছে ৷ যদিও আবার তিন দশক আগে সোভিয়েট রাশিয়ার ভেঙে যাওয়ায় রাশিয়ার শক্তি আর তেমন নেই বলা হয়ে থাকে ৷ তা স্বত্তেও বিশ্বে এখনও রুশ বিপ্লবের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে , এখনও সেই বিপ্লব প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে ৷ অর্থাৎ এই বিপ্লবকে ঘিরে আলাপ আলোচনা বিতর্ক চলছেই ৷ তেমনি আবার প্রশ্ন উঠছে এই বিপ্লবের সময় নিয়ে।

এটা ঘটনা ইতিহাসের পাতায় লেখা রয়েছে অক্টোবর বিপ্লব। কিন্তু গোটা বিশ্ব এখন ওই বিপ্লবকে চেনে নভেম্বর বিপ্লব নামে। ফলে স্বাভাবিক ভাবেই প্রশ্নটা ওঠে – একই ঘটনা তবু দুই নামে চিহ্নিত কেন? এ এক অদ্ভুত ঘটনা যা পৃথিবীর আর কোনও ঐতিহাসিক ঘটনার ক্ষেত্রে ঘটেনি। এমন নজিরও বিরল যেখানে – বিপ্লবের সময়টাই বদলে গিয়েছে ।

এক পক্ষ কালের ব্যবধান- পুরনো ধারণা অনুসারে ২৪ অক্টোবর আর নতুন ধারণায় ৭ নভেম্বর ৷ এরফলে দিনক্ষণ মাস, তারিখ, আমূল পরিবর্তন হয়ে যাচ্ছে। পুরোটাই ঘটে গিয়েছে ক্যালেন্ডারের কারসাজিতে। আর ধন্দ তৈরি হয়েছে- কেন

যাহা অক্টোবর বিপ্লব তাহাই নভেম্বর বিপ্লব বলা হয় ?
গত শতাব্দীর শুরুতে যখন গোটা ইউরোপ জাতীয়তাবাদী এবং গণতান্ত্রিক ভাবধারায় উত্তাল হয়েছে তখনও রাশিয়ায় রোমানভ বংশীয় জারদের স্বৈরতান্ত্রিক শাসন চলছে ৷ ইশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী জার ও তাদের অনুগত অভিজাতরাই শাসনের সর্বেসর্বা৷ বিপ্লবের মাধ্যমে শুধু তাদের হাত থেকে ক্ষমতা পরিবর্তন নয় তাদের পদ্ধতির সময় গণনাতেও পরিবর্তন আনা হয়েছিল রাশিয়াকে ভিন্ন পথে নিয়ে যেতে।

সেই সময় দু’ধনের ক্যালেন্ডারের অস্তিত্ব ছিল পৃথিবীতে— গ্রেগরিয়ান ক্যালেন্ডার এবং জুলিয়ান ক্যালেন্ডার। রুশ বিপ্লব যখন ঘটে, সেই সময় গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে দিনক্ষণ মেনে চলা হত রাশিয়ায়। যদিও একই সময়ে পৃথিবীর অন্যান্য দেশে চালু হয়ে গিয়ে ছিল জুলিয়ান ক্যালেন্ডার। পুরনো রাশিয়ার সময় গণনার পদ্ধতি অর্থাৎ গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে বিপ্লবের সময়কাল ছিল ২৪ অক্টোবর। আর সেটাই আবার জুলিয়ানের ক্যালন্ডরের দৌলতে নানা দেশে হয়ে গেল ৭ নভেম্বর।

ইতিহাসের পাতায় এখনও পুরনো সময় পদ্ধতি মেনে ‘অক্টোবর বিপ্লব’ শব্দবন্ধ আজও লেখা হয়ে চলেছে। কিন্তু রাশিয়া-সহ বেশির ভাগ দেশেই এই বিপ্লবের প্রতি শ্রদ্ধা জানানো হয় নভেম্বর মাসে। রাশিয়া তো এখন আর গ্রেগরিয়ান ক্যালেন্ডারে আটকে নেই উল্টে জুলিয়ানের ক্যালেন্ডারে হাত ধরেই এখন তার সময় এগিয়ে চলেছে। ফলে সারা পৃথিবীই এখন অক্টোবর বিপ্লবকে নভেম্বর বিপ্লব নামে চিনছে।