চেকে অর্থের পরিমাণ লেখার পরে only লিখছেন, কিন্তু কেনও

বর্তমানে আমরা প্রায় সকলেই বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত। কারণ সাম্প্রতিক সময়ে আর্থিক লেনদেন থেকে শুরু করে সঞ্চয় সব কিছুর জন্যই ভরসা এই আর্থিক প্রতিষ্ঠান। অন্যদিকে সময়ের সাথে তাল মিলিয়ে দেশের একাধিক প্রান্তে গড়ে উঠেছে রাষ্ট্রায়ত্ব থেকে শুরু করে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান।

The Importance of Only Writing on a Check After Filling in the Amount

বর্তমানে আমরা প্রায় সকলেই বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত। কারণ সাম্প্রতিক সময়ে আর্থিক লেনদেন থেকে শুরু করে সঞ্চয় সব কিছুর জন্যই ভরসা এই আর্থিক প্রতিষ্ঠান। অন্যদিকে সময়ের সাথে তাল মিলিয়ে দেশের একাধিক প্রান্তে গড়ে উঠেছে রাষ্ট্রায়ত্ব থেকে শুরু করে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান।

পাশাপাশি তারাও প্রযুক্তিকে কাজে লাগিয়ে তারাও উন্নত করেছে তাদের পরিষেবা। শুধু তাই নয়, বর্তমানে দেশের ডিজিটাল লেনদেনের ওপরে জোর দেওয়া হয়েছে। ঠিক সেই কারণেই বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান নিয়ে এসেছে তাদের নিজস্ব আর্থিক লেনদেনের অ্যাপ। তাছাড়া রয়েছে এটিএম কার্ড এবং চেকের মতো সুবিধা।যদিও বহু যুগ ধরেই আর্থিক লেনদেনের সাথে সম্পর্কিত চেক।

তাছাড়া একসাথে বেশি পরিমাণে টাকা তুলতে গেলেও এই ডিজিটাল যুগে ভরসা একমাত্র চেক, পাশাপাশি এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে আর্থিক লেনদেনের মাধ্যম এই চেক। তাই আমরা সকলেই চেকের সাথে পরিচিত। বিশেষ করে বয়স্ক মানুষেরা যারা ডিজিটাল পরিষেবা ব্যবহার করতে পারেন না, তাদের ক্ষেত্রেও কার্যকরী চেক। আমরা সকলেই জীবনে কোনো না কোনো সময় চেক কেটেছি, আর একই সাথে লিখেছি only এই ইংরেজি শব্দটি।

কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই জানেন না এর কারণ। প্রধানত সাধারণ মানুষকে আর্থিক প্রতারণার ফাঁদ থেকে বাঁচানোর জন্য এই ব্যবস্থা। কারণ চেকে অর্থের পরিমাণ লেখার পরে only লিখে দিলে অন্য কোনো ব্যক্তি সেই অংকের পরিবর্তন করতে পারেন না। ফলে সুরক্ষিত থাকে আমাদের অর্থ।