Mailbox Full: মেইল বক্স ফুল হয়ে গিয়েছে! এই নিয়মে আপনিও পাবেন ফ্রি স্টোরেজ

বর্তমানে আমাদের প্রতিমুহূর্তের সঙ্গী হলো স্মার্টফোন। কারণ স্মার্ট ফোন ছাড়া আমাদের কোন কিছু করা সম্ভব নয়। আর স্মার্ট ফোন মানেই হলো ইমেল। আমরা সকলেই জানি…

বর্তমানে আমাদের প্রতিমুহূর্তের সঙ্গী হলো স্মার্টফোন। কারণ স্মার্ট ফোন ছাড়া আমাদের কোন কিছু করা সম্ভব নয়। আর স্মার্ট ফোন মানেই হলো ইমেল। আমরা সকলেই জানি স্মার্ট ফোন ব্যবহার করতে গেলে ইমেইল অ্যাকাউন্ট খুলতেই হয়। কারণ ইমেইল ছাড়া স্মার্টফোন থেকে শুরু করে ল্যাপটপ কিংবা ডেক্সটপ কোন কিছুই সঠিকভাবে কাজ করে না।

তাছাড়া বর্তমানে যদি বিভিন্ন অফিসের নথি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ফাইল সবই মেইল মাধ্যমে পাঠানো হয়। তাই এক কথায় বলা যায় ডাক বিভাগের বদলে জায়গা করে নিয়েছে আমাদের স্মার্টফোনের মেইল বক্স। আমরা সকলেই জানি ইমেইল আমাদের ১৫ জিবি স্টোরেজ দেয় কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সেই স্টোরিজ অধিকাংশ ক্ষেত্রেই কম পড়ে যায়।

প্রায় প্রতিদিন দরকারি থেকে শুরু করে বিভিন্ন অপ্রয়োজনীয় মেইল আমাদের মেইল বক্সে ঢুকতে থাকে। তাই সেগুলিকে ডিলিট করা ছাড়া কোন উপায় হাতে থাকে না তবে একটা সময় পরে কোন কিছু করেই মেইল বক্সের স্পেস বাড়ানো সম্ভব হয় না। তবে আপনি ইচ্ছে করলে আজই কিনে নিতে পারেন ৪ হাজার জিবি মেইল স্টোরেজ।

তার জন্য প্রথমে আপনাকে যেতে হবে, playbook.com এই সাইটে। তারপরে আপনি এই সাইটে গিয়ে নিজের ইমেইল দিয়ে লগইন করলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ১০০ জিবি ফ্রি স্টোরেজ। তবে আপনার যদি ৪ হাজার gb স্টোরেজ প্রয়োজন হয় তাহলে আপনাকে যেতে হবে আর্টিস্ট এন্ড ডিজাইনার অপশনে। এর ঠিক ২৪ ঘন্টার মধ্যে আপনি পেয়ে যাবেন পুরো 4 হাজার জিবি ফ্রি স্টোরেজ।