জাপান ভ্রমণে সুখবর! ভারতীয় পর্যটকেরা এবার UPI-তে পেমেন্ট করতে পারবেন

Big news for Indian tourists! Soon, UPI payments will be accepted in Japan. NPCI and NTT DATA sign MoU to enable QR-based digital payments at Japanese shops and restaurants.

নয়াদিল্লি, ১৯ অক্টোবর: বিদেশ ভ্রমণে ভারতীয় পর্যটকদের জন্য আসছে এক দারুণ সুখবর। এবার থেকে জাপান সফরে আর নগদ ইয়েন বদলানো, ব্যয়বহুল ফরেক্স কার্ড বা ক্রেডিট কার্ডের ঝামেলায় পড়তে হবে না। কারণ খুব শীঘ্রই জাপানেও সরাসরি UPI (Unified Payments Interface) ব্যবহার করে ডিজিটাল পেমেন্ট করা যাবে।

Advertisements

কীভাবে সম্ভব হবে এই সুবিধা?

৭ অক্টোবর, ২০২৫-এ NPCI International Payments Ltd. (NIPL) এবং জাপানের ডিজিটাল প্রযুক্তি সংস্থা NTT DATA-র মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি (MoU) স্বাক্ষরিত হয়েছে। এর ফলে জাপানের দোকান, রেস্তোরাঁ, মল বা অন্যান্য মার্চেন্ট আউটলেটে ভারতীয় পর্যটকেরা নিজেদের মোবাইল অ্যাপ (BHIM, PhonePe, Paytm, Google Pay ইত্যাদি) ব্যবহার করে QR কোড স্ক্যান করে সহজেই পেমেন্ট করতে পারবেন।

অর্থাৎ, ভারতে যেমন সহজে মোবাইল স্ক্যান করে টাকা দেওয়া হয়, জাপানেও পর্যটকেরা ঠিক একইভাবে খরচ মেটাতে পারবেন।

জাপান-ভারত উভয়ের জন্য লাভজনক

NTT DATA-র মতে, এই উদ্যোগ শুধু ভারতীয়দের জন্য সুবিধাজনক নয়, বরং জাপানের ব্যবসায়ীদের জন্যও নতুন সম্ভাবনা তৈরি করবে। ভারতীয় পর্যটকেরা নগদ টাকার চিন্তা ছেড়ে আরও বেশি কেনাকাটায় আগ্রহী হবেন, আর ব্যবসায়ীরা পাবেন নতুন গ্রাহক ও ডিজিটাল লেনদেনের সুবিধা।

Advertisements

ভারতের ডিজিটাল শক্তি: UPI

২০১৬ সালে চালু হওয়া UPI আজ ভারতের ডিজিটাল অর্থনীতির মেরুদণ্ডে পরিণত হয়েছে। NPCI-র তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসেই ভারতে প্রায় ১৯.৬৩ বিলিয়ন UPI লেনদেন হয়েছে, যার মোট মূল্য প্রায় ₹২৪.৯ ট্রিলিয়ন। বছরওয়ারি তুলনায় ৩১% প্রবৃদ্ধি UPI-র বিপুল জনপ্রিয়তার প্রমাণ।

RuPay–JCB ক্যাশব্যাক অফার

জাপানসহ পাঁচটি দেশে (ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান, ফিলিপাইন্স) আন্তর্জাতিক পর্যটকদের জন্য RuPay ও JCB International একটি বিশেষ ২৫% ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত POS ট্রানজাকশনে এই সুবিধা পাওয়া যাবে।

চুক্তি কার্যকর হলে ভারতীয় পর্যটকের জন্য জাপান হবে আরও বেশি ক্যাশ-ফ্রি ও ঝামেলামুক্ত ভ্রমণ গন্তব্য। একইসঙ্গে ভারতের ডিজিটাল পেমেন্ট মডেলকে আন্তর্জাতিক মঞ্চে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে এটি হবে এক বড় পদক্ষেপ।