Ukraine War: অতিরিক্ত রাশিয়ার তেল কিনলেই ভারত পাবে মার্কিন হুমকি

ইউক্রেনে (Ukraine War) রুশ হামলার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞার মুখে পড়েছে রাশিয়া। তবে রাশিয়ার কাছ থেকে এখন ডিসকাউন্টে প্রচুর পরিমাণ তেল কিনছে…

ইউক্রেনে (Ukraine War) রুশ হামলার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞার মুখে পড়েছে রাশিয়া। তবে রাশিয়ার কাছ থেকে এখন ডিসকাউন্টে প্রচুর পরিমাণ তেল কিনছে ভারত। এর জেরে কূটনৈতিক সংকটের মুখে নয়াদিল্লি।

জার্মানির সংবাদ মাধ্যম ডয়েচভেল জানাচ্ছে, রাশিয়ার কাছে তেল কিনে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে চলেছে ভারত।

মার্কিন যুক্তরাষ্ট্রের এক প্রবীণ কর্মকর্তা সংবাদসংস্থা রয়টার্সকে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার হামলার পর ভারত যে হারে মস্কো থেকে তেল কিনছে, তার ফলে তারা ভবিষ্যতে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে।

বিবিসির খবর, অন্যান্য বছর রাশিয়া থেকে যে পরিমাণ তেল কিনত ভারত, এখনও সেই পরিমাণ বা তার সামান্য বেশি তেল কেনা যেতে পারে। কিন্তু পরিমাণটা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে অসুবিধা আছে।

তাৎপর্যপূর্ণ, রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের ভারত সফরে আসার আগে মার্কিন প্রশাসনের তরফে এই ধরনের মন্তব্য এসেছে।

এদিকে বিশ্ব বাজারে জ্বালানি সংকট। ভারতে জ্বালানির আশি শতাংশ আমদানির উপর নির্ভর করে। রাশিয়ার তরফে জ্বালানি মূল্যে ছাড় দেওয়ার পর ভারত আমদানির পরিমান বাড়িয়েছে।

রয়টার্স জানাচ্ছে গত বছর রাশিয়া থেকে ভারত ১৬ মিলিয়ান ব্যারেল তেল কিনেছে। আর চলতি বছর ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা করার পর থেকে এখনো পর্যন্ত ভারত রাশিয়া থেকে ১৩ মিলিয়ান ব্যারেল তেল কিনে ফেলেছে। এখানেই অশনি সঙ্কেত দেখছে মার্কিন যুক্তরাষ্ট্র।