বর্তমানে আমাদের দেশে যে সমস্ত সরকারি পরিবহন সংস্থা রয়েছে তার মধ্যে অন্যতম ভারতীয় রেল। ট্রেনে চেপে ভ্রমণ করতে ভালোবাসেন না এমন মানুষ হয়তো খুব কমই আছেন। কারণ কম খরচে আরামদায়ক যাত্রা করতে গেলে রেলই একমাত্র ভরসা। বিগত ১৭০ বছর ধরে ভারতীয় রেল সাধারণ মানুষকে নিজের সেবা দিয়ে আসছে।
যদিও শুরুটা হয়েছিল ইংরেজদের হাত ধরে। তৎকালীন ইংরেজ সরকার ভারত থেকে সমস্ত সোনাদানা এবং অন্যান্য সামগ্রী নিজেদের দেশে রপ্তানি করার জন্য ব্যবহার করত রেলপথ। তবে স্বাধীনতার পর থেকে ভারতীয় রেল পুরোপুরি ভাবে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত হয়েছে। প্রতিদিনই ভারতীয় রেলের সাহায্যে প্রায় কয়েক কোটি মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করেন। সাম্প্রতিক সময়ে ভারতীয় রেল আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে, উন্নত হয়েছে যাত্রী ব্যবস্থা।
তবে আপনি কি জানেন, আপনার টিকিটে আপগ্রেডেশনের সুবিধাটাই ভারতীয় রেল? বর্তমানে ভারতীয় রেল অনলাইনে টিকিট বুকিং করে থাকে। যার ফলে আমরা বাড়ি বসেই নিজের পছন্দমত ট্রেনের টিকিট কেটে নিতে পারি। সেক্ষেত্রে অনেক সময় আপনার যে করছে সিট সংরক্ষিত রয়েছে তার থেকে আরও ভালো কোচে সিট দেয় ভারতীয় রেল কিন্তু সেক্ষেত্রে কোন বাড়তি টাকা লাগে না।
এই পরিষেবাটি নেওয়ার জন্য প্রথমে আইআরসিটিসি অ্যাপে টিকিট কাটার সময় আপনাকে অটো আপগ্রেডেশন পারমিশনটি দিয়ে রাখতে হবে। তারপর যদি ট্রেনের কোন উচ্চ পর্যায়ের সংরক্ষিত করছে সিট খালি থাকে সেক্ষেত্রে আপনাকে সেই সিটে পাঠানোর ব্যবস্থা করবে ভারতীয় রেল। ধরুন আপনি যদি থার্ড এসি টিকিট কাটেন তাহলে আপনাকে অনেক সময় সেকেন্ড এসি কিংবা এসি ফার্স্ট ক্লাসে সিট দেওয়া হবে।