আগামী ২ বছরের মধ্যে আকর্ষণীয় রিটার্ন দিতে চলেছে এই সেক্টর

SHARE MARKET

শেয়ার বাজারে ওষুধের একাধিক স্টক থেকে মোটা অঙ্কের মুনাফা পাচ্ছেন বিনিয়োগকারীরা। সম্প্রতি একটি সাক্ষাৎকার থেকে এই তথ্য পাওয়া গেছে। তবে শেষ কয়েকটি ট্রেডিং সেশনে শেয়ার বাজারে বেশ কয়েকটি আন্ডার পারফর্ম করতে থাকা খাত ঘুরে দঁড়িয়েছে। এফএমসিজি, ক্যাপিটাল গুডস -এর মতো একাধিক খাত রয়েছে এই তালিকায়। তবে, যে সমস্ত খাতে বর্তমানে দুর্দান্ত পারফর্ম্যান্সের পাশাপাশি একটি আকর্ষণীয় প্রত্যাবর্তন লক্ষ্যণীয় হয়েছে, সেগুলির মধ্যে অন্যতম হচ্ছে ফার্মা। বর্তমানে ওষুধের খাতটি বিশেষ জায়গা করে নিয়েছে। সেই কারণেই একাধিক বিশেষজ্ঞ এই খাতের স্টক ক্রয় করে রাখার পরামর্শও দিচ্ছেন।

Advertisements

ওষুধের খাতটিকে বর্তমানে শেয়ার বাজারে আকর্ষণীয় হয়ে উঠেছে। এখান থেকে বিশেষ রিটার্ন পাওয়ার সুযোগ রয়েছে। খাতটি বর্তমানে শেয়ার বাজারে সেরা জায়গা দখল করেছে । তবে, এখনও একটি বড় অংশের বিনিয়োগকারীদের মধ্যে এই খাতটির প্রতি সেইভাবে আকর্ষণ লক্ষ্য করা জাচ্ছে না । এই খাতে বিনিয়োগকারীদের অংশগ্রহণ এখনও তুলনামূলকভাবে অনেক কম। তবে এই স্টকের ভ্যালুয়েশন ঠিকঠাক অবস্থানেই রয়েছে।

   

তবে আগামী দিনে এই খাতের স্টকগুলি থেকে বিশেষ রিটার্ন পাওয়ার সম্ভোবনা রয়েছে। তবে এই খাতটির কোম্পানিগুলির ব্যবসা অনেকাংশেই রফতানি নির্ভর। সেই দৃষ্টিভঙ্গি অনুসারে জানা গেছে খাতটিতে দুর্দান্ত বৃদ্ধি দেখা যেতে পারে। খাতটি পিএলআই স্কিমের কারণেও উপকৃত হবে। সার্বিকভাবে এই খাতের সংস্থাগুলির সামনে একটি দুর্দান্ত সময় আসতে চলেছে। তাই বিশেষ করে এই খাতটিতে লক্ষ্য রাখা ও এই খাতে বিনিয়োগ করা বিশেষ জরুরী।

Advertisements