আকর্ষণীয় স্পার্কেল আইকনের রূপ নিচ্ছে YouTube Music

YouTube Music

ইউটিউব মিউজিক একটি ছোট পরিবর্তনের মাধ্যমে অ্যাপটির চেহারা পরিবর্তন করেছে। অ্যাপের সর্বশেষ সংস্করণে YouTube Music-এর স্মার্ট ডাউনলোড মেনুতে এখন পুরনো লাইটনিং আইকনের পরিবর্তে একটি নতুন স্পার্কেল আইকন দেখা যাচ্ছে। নতুন স্পার্কল আইকনটি অ্যান্ড্রয়েডে YouTube মিউজিকের 5.02.50 সংস্করণ।

ইউটিউব মিউজিকের মত অ্যাপগুলো মানুষের অত্যন্ত প্রয়োজনীয়। কারণ ওখানে আগে থেকেই ডাউনলোড করা গানগুলো সেভ করা থাকে। যা ট্রেনে কিংবা ফ্লাইটে যাতায়াত করার সময় যাত্রীদের রিফ্রেশমেন্ট যোগায়। এছাড়াও, এই ডিভাইসটিতে কাজ করার জন্য ৪০ শতাংশের বেশি ব্যাটারি লাইফ রয়েছে।

   

তাছাড়া, ইউটিউব মিউজিক কিছু নতুন বৈশিষ্ট্যও নিয়ে এসেছে। মূলত ইউটিউব মিউজিকের এই উন্নত সংস্করনের জন্য অনেকেই অপেক্ষা করেছিল। একইভাবে দীর্ঘদিন একই অ্যাপকে দেখতে অনেকেই পছন্দ করেন না। ইউটিউব মিউজিকের এই নতুন ঝকঝকে রূপে অত্যন্ত খুশি হবেন ব্যবহারকারীর এমনটাই মত সংস্থার।

ইউটিউব মিউজিকের ক্ষেত্রে দেখা যায়, আপনার পছন্দসই গানগুলোকে সিলেক্ট করে ওয়াইফাই-এর সঙ্গে কানেক্ট করে ফোনটিকে রেখে দিলেই, অটোমেটিক সেটি ডাউনলোড হয়ে যায়। যা ইন্টারনেট না পাওয়ার সময়, বা যে সময় ইন্টারনেট পাওয়া যায় না, সেই সময় ব্যবহারকারীদের বোর হওয়ার হাত থেকে রক্ষা করে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন