HomeBusinessTechnologyমাত্র 89 টাকায় X Premium নিন, সীমিত সময়ের অফার শুরু

মাত্র 89 টাকায় X Premium নিন, সীমিত সময়ের অফার শুরু

- Advertisement -

এলন মাস্ক পরিচালিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X ভারতীয় ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে অত্যন্ত সস্তা দামে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়ার সুযোগ। মাত্র টাকা 89-এ এক মাসের জন্য X Premium নেওয়া যাবে, যা প্ল্যাটফর্মের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেওয়া একটি স্পেশাল অফার। তবে এই বিশেষ মূল্য শুধুমাত্র প্রথম মাসের জন্য প্রযোজ্য, এবং অফারটি চলবে 2 ডিসেম্বর পর্যন্ত। নতুন সাবস্ক্রাইবারদের জন্যই এই সুবিধা উপলব্ধ করা হয়েছে।

অফারের শর্ত

স্পেশাল প্রাইসিং নিয়ে যাতে বিভ্রান্তি না হয়, তাই অফারের শর্ত স্পষ্ট করে বলা হয়েছে—প্রথম মাসে টাকা 89 দিলেও দ্বিতীয় মাস থেকে সাবস্ক্রিপশন ফি উল্লেখযোগ্যভাবে বেড়ে দাঁড়াবে টাকা 427। যদি আপনি অ্যাপের মাধ্যমে পেমেন্ট করেন, তাহলে সেটির মূল্য আরও বাড়বে এবং হতে পারে টাকা 470। অর্থাৎ নতুন ব্যবহারকারীদের প্ল্যাটফর্মে আনতে এই বিশেষ অফার দেওয়া হলেও দীর্ঘমেয়াদি খরচ স্বাভাবিক রেটেই পড়বে। আর যারা ইতিমধ্যেই প্রিমিয়াম ব্যবহারকারী, তারা এই অফারের সুবিধা পাবেন না।

   

কীভাবে পাবেন টাকা 89-এ X Premium সাবস্ক্রিপশন

অফারটি অ্যাক্টিভ করতে হলে প্রথমে X অ্যাপ বা অফিসিয়াল ওয়েবসাইট খুলে নিজের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। অ্যাপের উপরের বাম দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করলে সাইড মেনু খুলবে, সেখান থেকে ‘Premium’ সেকশন নির্বাচন করলে বিভিন্ন সাবস্ক্রিপশন প্ল্যান দেখা যাবে। Premium অপশনে গেলে স্পেশাল প্রাইসিং হিসেবে টাকা 89 দেখানোর কথা। এরপর শুধু ‘Subscribe & Pay’ ক্লিক করে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, UPI বা অ্যাপ স্টোর পেমেন্ট—যেকোনো মাধ্যমে পেমেন্ট করলেই সাবস্ক্রিপশন সক্রিয় হয়ে যাবে।

কী কী সুবিধা পাওয়া যাবে

এই সাবস্ক্রিপশনের সবচেয়ে বড় আকর্ষণ হল ব্লু টিক ভেরিফিকেশন। প্রিমিয়াম ব্যবহারকারীদের পোস্ট ও কমেন্ট অ্যালগরিদমে প্রায়োরিটি পায়, ফলে বেশি রিচ পাওয়ার সম্ভাবনা থাকে। এতে পোস্ট এডিট করা, লং ভিডিও আপলোড, পোস্ট আনডু করা এবং একেবারে বড় আকারে—25,000 ক্যারেক্টার পর্যন্ত পোস্ট করার সুবিধাও রয়েছে। অন্যদিকে ফ্রি ব্যবহারকারীদের সীমা মাত্র 280 ক্যারেক্টার।

পোস্ট পড়ার সময় প্রিমিয়াম ইউজারদের কম বিজ্ঞাপন দেখানো হয়, যদিও সম্পূর্ণ বিজ্ঞাপনমুক্ত অভিজ্ঞতা পেতে হলে X Premium+ নিতে হয় বা ওয়েবে অ্যাড ব্লকার ব্যবহার করতে হয়। শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যও এটা বড় সুবিধা, কারণ প্রিমিয়াম নেওয়ার পর তারা মনেটাইজেশন পাওয়ার যোগ্য হন, অর্থাৎ পোস্ট ভাইরাল হলে X তাদের টাকা প্রদান করবে—ঠিক YouTube-এর মডেলের মতো।

এছাড়াও ভিডিও ডাউনলোড, কমিউনিটি তৈরি, পোস্টে বোল্ড ও ইটালিক ব্যবহার, বুকমার্ক ফোল্ডার তৈরি এবং কাস্টম অ্যাপ আইকন ব্যবহার করার মতো সুবিধাও আছে। Grok AI-এর বেশি ব্যবহার সীমাও দেওয়া হয় প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য।

সীমিত সময়ের অফার, তাই চাইলে দ্রুত সাবস্ক্রাইব করুন

নতুন ব্যবহারকারীদের প্ল্যাটফর্মে আনতে X-এর এই বিশেষ অফার নিঃসন্দেহে আকর্ষণীয়। মাত্র টাকা 89-এ প্রথম মাসে প্রিমিয়াম অভিজ্ঞতা পাওয়া সত্যিই বড় সুযোগ, যদিও পরবর্তী মাসের খরচ অনেকটাই বেশি। তাই যারা প্ল্যাটফর্মের উন্নত ফিচারগুলো একবার ব্যবহার করে দেখতে চান, তাদের জন্য এই অফার আদর্শ সময়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular