WhatsApp-এ মেসেজ এডিট করা যাবে, আসছে নতুন ফিচার

তাড়াহুড়ো করে ভুল বানান সহ মেসেজ পাঠিয়ে দিচ্ছেন? আপনারও কি মাঝে মাঝে মনে হয় যে এডিট অপশন থাকলে কত ভালো হয়। তাহলে Whatsapp ব্যবহারকারীদের জন্য…

WhatsApp-এ মেসেজ এডিট করা যাবে, আসছে নতুন ফিচার

তাড়াহুড়ো করে ভুল বানান সহ মেসেজ পাঠিয়ে দিচ্ছেন? আপনারও কি মাঝে মাঝে মনে হয় যে এডিট অপশন থাকলে কত ভালো হয়। তাহলে Whatsapp ব্যবহারকারীদের জন্য সুখবর।

ব্যবহারকারীদের সুবিধার দিকে নজর রেখে, অ্যাপটি বিভিন্ন ধরণের নতুন ফিচার সরবরাহ করে। এরই মধ্যে আরও একটি নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ, যা ব্যবহারকারীদের পাঠানো মেসেজ এডিট করার সুযোগ করে দেবে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

WABetaInfo এর পক্ষ থেকে জানানো হয়েছে যে WhatsApp একটি মেসেজ এডিটিং ফিচার নিয়ে কাজ করছে, যার নাম দেওয়া যেতে পারে Message Edit।

Advertisements

মনে করা হচ্ছে, আসন্ন আপডেটের মাধ্যমে এটি চালু করা হবে। তবে মনে রাখবেন, প্রথমে বিটা পরীক্ষকদের জন্য এই ফিচারটি চালু করা হবে।