Whatsapp-এর নতুন ফিচার চমকে দেবে সকলকে

From now on, use WhatsApp in the language of your choice
From now on, use WhatsApp in the language of your choice

এবার Whatsapp-এর নতুন ফিচার চমকে দেবে সকলকে। হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ক্রমাগত তার অ্যাপের ফিচার উন্নত করছে। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে নতুন নতুন ফিচার্স লঞ্চ করতে থাকে সংস্থা।

সংস্থাটি এখন এমন একটি ফিচার নিয়ে কাজ করছে যাতে গ্রুপ অ্যাডমিন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের মধ্যে আগের চেয়ে বেশি শক্তি পাবে। WABetInfo-র রিপোর্ট অনুযায়ী, অ্যাপটি এখন এমন একটি ফিচার লঞ্চ করছে, যাতে গ্রুপ অ্যাডমিন মেসেজে ‘ডিলিট ফর এভরিওয়ান’ বাটন পাওয়া যাবে। অর্থাৎ অ্যাডমিন গ্রুপে পাঠানো যে কোনও মেসেজ ডিলিট করে দিতে পারবেন এবং তারপর সেই মেসেজ কেউ দেখতে পাবে না।

   

রিপোর্টে আরো বলা হয়েছে, সবার জন্য গ্রুপ মেসেজ ডিলিট করার নতুন ফিচারটি গ্রুপ অ্যাডমিনদের তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোকে আরও ভালোভাবে মডারেট করতে সাহায্য করবে। আপনিও যদি আপনার ফোনে এই ফিচারটি পাওয়া যায় কি না, তা খতিয়ে দেখতে চান, তাহলে যে গ্রুপে তারা অ্যাডমিন, সেই মেসেজটি ডিলিট করে দিতে হবে। যদি ‘ডিলিট ফর এভরিওয়ান’-এর অপশন আসে, তার মানে এই ফিচারটি আপনার জন্য উপলব্ধ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন