WhatsApp নিয়ে এলো দুর্দান্ত ফিচার, জানুন বিস্তারিত

বর্তমানে আমরা সকলে স্মার্টফোন ব্যবহার করি। কারণ স্মার্টফোন ব্যবহার করলে একে অপরের সাথে যোগাযোগ ব্যবস্থা আরো সহজ হয়ে উঠেছে। বিশেষ করে স্মার্ট ফোনের মধ্যে রয়েছে…

বর্তমানে আমরা সকলে স্মার্টফোন ব্যবহার করি। কারণ স্মার্টফোন ব্যবহার করলে একে অপরের সাথে যোগাযোগ ব্যবস্থা আরো সহজ হয়ে উঠেছে। বিশেষ করে স্মার্ট ফোনের মধ্যে রয়েছে whatsapp ম্যাসেজিং অ্যাপ যার মাধ্যমে আমরা চট করে একে অপরের সাথে যোগাযোগ করতে পারি পৃথিবীর বিভিন্ন প্রান্তে থেকে।

তবে শুধু মেসেজ নয় পাশাপাশি ভিডিও কল এবং অডিও কলের মত সুবিধা দেয় এই সংস্থা। তাই শুধু একে অপরের সাথে কথোপকথন নয় বরং ভিডিও কলিং এর মাধ্যমে সাক্ষাৎ করা সম্ভব। তাই ভারতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। শুধু তাই নয়, বর্তমানে অফিসের কাজেও ব্যবহার হয় এই ইনস্ট্যান্ট ম্যানেজিং অ্যাপ।

আমাদের স্মার্টফোনের মাধ্যমে যদি whatsapp ব্যবহার করি তাহলে একসাথে ৩২ জন জয়েন করা যায়। তবে এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপের উইন্ডোস ভার্সনে মাত্র চারজন একসাথে জয়েন করতে পারত ভিডিও কলিংয়ে। কিন্তু এবার থেকে বিরাট সুবিধা হল হোয়াটসঅ্যাপ ম্যাসেজিং অ্যাপ।

সম্প্রতি মেটা সংস্থার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে এবার থেকে whatsapp এর windows version একসাথে 32 জন ভিডিও কল জয়েন করতে পারবে। অর্থাৎ এখন থেকে আপনার স্মার্টফোনের মতই সুবিধা মিলবে whatsapp এর windows version এ।