বিগত কয়েক বছর ধরে ভারতে ইনস্ট্যান্ট মেসেজে প্ল্যাটফর্মগুলির দৌরাত্ম্য আগের থেকে অনেকটাই বেড়েছে। যার মধ্যে অন্যতম হলো whatsapp। সাম্প্রতিক সময়ে এমন মানুষ খুব কম আছেন যারা হোয়াটসঅ্যাপের সাথে যুক্ত নন। সাধারণ মানুষের যোগাযোগ মাধ্যমকে আগের থেকে অনেকটাই উন্নত করেছে এই মেসেজিং অ্যাপ। অন্যদিকে প্রায়ই এই সংস্থা সাধারণ মানুষের কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের নিত্য নতুন ফিচার নিয়ে হাজির হয়।
অডিও কলিং থেকে শুরু করে ভিডিও কলিং সমস্ত ধরনের সুবিধা নিয়ে এসেছে এই সংস্থা। মূলত সাধারণ মানুষের জীবনযাত্রা আরও সহজ হয়ে উঠেছে এই সমস্ত অ্যাপ এর মাধ্যমে। কারণ বাড়ি বসেই খুব সহজেই একে অপরের সাথে যোগাযোগ করা যায় whatsapp এর মাধ্যমে।
অন্যদিকে সম্প্রতি আরো বেশ কিছু ফিচার নিয়ে আসতে চলেছে এই সংস্থা। সূত্রের খবর খুব দ্রুত আসতে চলেছে আপডেট। যার মাধ্যমে আসবে স্ক্রিন শেয়ারিং থেকে শুরু করে স্ট্যাটাস সেভ করার মতো সুবিধা। সাধারণত এখন whatsapp স্ট্যাটাস ২৪ ঘন্টার জন্য আমরা দেখতে পাই তবে তারপরে সেই স্ট্যাটাস আর দেখা যায় না। কিন্তু এবার থেকে স্ট্যাটাস সেভ করে রাখার সুবিধা দেবে whatsapp। তবে স্ট্যাটাসটি সেভ থাকবে শুধু মাত্র ৩০ দিনের জন্য।
তাছাড়া নতুন আপডেট পেলে একটি whatsapp চারটি ডিভাইসে ব্যবহার করা যাবে বলে জানা গিয়েছে। এখন পর্যন্ত শুধুমাত্র দুটি ডিভাইসে ব্যবহার করা যেতে পারে। অন্যদিকে একটি ফোন বাদে অন্য ফোনে একই whatsapp খুলতে গেলে সেটা কোনভাবেই সম্ভব ছিল না কিন্তু এবার থেকে একই নম্বরে আরো ডিভাইসে whatsapp খোলা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।