Dell-HP-এর বাজার খারাপ করতে আসছে দুর্দান্ত এই ল্যাপটপ

ল্যাপটপের দুনিয়ায় ডেল এবং এইচপির সঙ্গে তুলনামূলকভাবে তেমন প্রতিযোগিতার মার্কেটে নেই Samsung। স্যামসাংয়ের Book 2 এবং Book 2 pro তুলনামূলক ভাবে নিজেকে মার্কেটে ধরে রাখার…

Galaxy Book 2 Pro

ল্যাপটপের দুনিয়ায় ডেল এবং এইচপির সঙ্গে তুলনামূলকভাবে তেমন প্রতিযোগিতার মার্কেটে নেই Samsung। স্যামসাংয়ের Book 2 এবং Book 2 pro তুলনামূলক ভাবে নিজেকে মার্কেটে ধরে রাখার জন্য অন্যান্য ল্যাপটপের তুলনায় একেবারেই আলাদা এবং আলাদাভাবেই নিজেকে মেলে ধরতে চাইছে সংস্থা। আর তার জন্যই নতুনভাবে বাজারে আনা হয়েছে book সিরিজের নতুন ল্যাপটপ Samsung’s Galaxy Book 2 pro। আসুন এই ল্যাপটপটির বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক –

Galaxy Book 2 Pro মডেলে 28W P-সিরিজ CPU এবং স্ট্যান্ডার্ড Galaxy Book 2 360-এ 15W CPU দেওয়া হয়েছে। এছাড়াও এই সিরিজের অন্যতম বৈশিষ্ট্য হল AMOLED ডিসপ্লে। এটি ইন্টেলের ১২ তম জেনারেশন দ্বারা চালিত। সঙ্গে ডিসপ্লে টাচ এবং এস পেন সমর্থনের সিস্টেম রয়েছে মডেলটিতে। সঙ্গে এটি এটি 64GB পর্যন্ত স্লটেড RAM এবং 2TB SSD স্টোরেজ সাপোর্ট সিস্টেম দেওয়া হয়েছে।

   

এছাড়াও এই সিরিজের ল্যাপটপের অন্যতম বৈশিষ্ট্য হল, ল্যাপটপগুলি অত্যন্ত পাতলা এবং হালকা হয়। যা সহজে বহনযোগ্য এবং ব্যবহারযোগ্য। বিশেষ করে PRO মডেলটি ১১.২ মিমি পুরু। এর ওজন ১.৯২ পাউন্ড। এদিকে, মডেলের স্ক্রিনটি হল ১৫.৬ ইঞ্চির। মূলত ফুল এইচডি স্ক্রিনের সুবিধা রয়েছে এতে।