২০০MP ক্যামেরায় আলোড়ন জাগাতে আসছে Vivo X300

স্মার্টফোন দুনিয়ায় আবারও চমক দিতে চলেছে ভিভো (Vivo)। কোম্পানিটি তাদের জনপ্রিয় X সিরিজের নতুন সদস্য Vivo X300 লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এটি হবে Vivo X200 Pro…

Vivo X300 Series Launching with 200MP Camera

স্মার্টফোন দুনিয়ায় আবারও চমক দিতে চলেছে ভিভো (Vivo)। কোম্পানিটি তাদের জনপ্রিয় X সিরিজের নতুন সদস্য Vivo X300 লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এটি হবে Vivo X200 Pro Mini-এর উত্তরসূরি, এবং লঞ্চের আগেই ফোনটির বেশ কিছু দারুণ ফিচার সামনে এসেছে। ভিভোর প্রকাশিত অফিসিয়াল পোস্টার অনুযায়ী, নতুন এই স্মার্টফোনে থাকছে ২০০ মেগাপিক্সেল Zeiss Ultra Main Camera, শক্তিশালী Dimensity 9500 চিপসেট এবং অত্যাধুনিক ডিসপ্লে ডিজাইন। চলুন দেখে নেওয়া যাক, কী কী চমক লুকিয়ে আছে ভিভো এক্স৩০০-এর ভিতরে।

Advertisements

Vivo X300: ডিজাইন ও ডিসপ্লে

Vivo X300 আসছে অত্যন্ত স্টাইলিশ ও পাতলা ডিজাইনে। ফোনটির বডির পুরুত্ব মাত্র ৭.৯৫ মিলিমিটার, যা এটিকে করে তুলেছে একদম স্লিক ও হালকা। এতে থাকবে মাত্র ১.০৫ মিলিমিটার ইউনিফর্ম বেজেল, যা ডিসপ্লের ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্সকে করবে আরও প্রশস্ত। ফোনটি সাসপেন্ডেড ওয়াটারড্রপ কার্ভড গ্লাস ফিনিশে আসবে, ফলে এর লুক এবং হাতে ধরা অনুভূতি হবে একেবারে প্রিমিয়াম। ফোনটিতে থাকবে ৬.৩ ইঞ্চির ডিসপ্লে, যা AMOLED প্যানেলে তৈরি এবং দেবে অত্যন্ত শার্প ও রঙিন ভিউয়িং এক্সপেরিয়েন্স। গেমিং, ভিডিও বা ফটো—সব ক্ষেত্রেই এই স্ক্রিন হবে একদম প্রাণবন্ত ও স্পষ্ট।

Advertisements

ক্যামেরা

ফটোগ্রাফির ক্ষেত্রে ভিভো এক্স৩০০ হতে পারে এক বিপ্লব জাগানো ডিভাইস। এতে ব্যবহৃত হবে ২০০ মেগাপিক্সেল Zeiss Ultra Main Camera, যা স্মার্টফোন ফটোগ্রাফিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। এর সঙ্গে থাকবে একটি APO টেলিফটো লেন্স, যা দূরের অবজেক্টকেও নিখুঁতভাবে ক্যাপচার করতে পারবে।

সেলফি প্রেমীদের জন্য ফোনটিতে থাকবে ৫০ মেগাপিক্সেল অটোফোকাস ফ্রন্ট ক্যামেরা, যা স্পষ্ট ও প্রাণবন্ত ছবি তুলতে সক্ষম। ভিডিও রেকর্ডিংয়ের দিক থেকেও এটি হবে অত্যাধুনিক — ফোনটি ৪কে ১২০ এফপিএস ১০-বিট লগ ভিডিও রেকর্ডিং সমর্থন করবে। অর্থাৎ, ভিডিওর কোয়ালিটি হবে সিনেমাটিক মানের।

ফোনটিতে থাকবে MediaTek Dimensity 9500 প্রসেসর, যা দ্রুত প্রসেসিং ও গেমিং পারফরম্যান্স দেবে। ভিভো এতে ব্যবহার করেছে তাদের নিজস্ব BlueImage V3+ ইমেজ চিপ, যা ক্যামেরার পারফরম্যান্সকে আরও উন্নত করবে এবং লো-লাইট ফটোগ্রাফিতেও চমৎকার ফল দেবে।

ভিভো এক্স৩০০-এ থাকছে ৪র্থ প্রজন্মের সিলিকন নেগেটিভ ব্যাটারি, যা সেমি-সলিড টেকনোলজির উপর ভিত্তি করে তৈরি। এই প্রযুক্তি ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব ও নিরাপত্তা বাড়াবে। ফলে দীর্ঘ সময় ব্যবহারেও ব্যাটারির পারফরম্যান্সে কোনও ঘাটতি আসবে না। ফোনটি চলবে OriginOS ৬-এর উপর ভিত্তি করে, যা মসৃণ এবং কাস্টমাইজেবল ইউজার এক্সপেরিয়েন্স প্রদান করবে।

Also Read: মাত্র ১৫ মিনিটের চার্জে চলবে ১২ ঘণ্টা, পাতলা ডিজাইনে আসছে Motorola Edge 70

বায়োমেট্রিক নিরাপত্তার জন্য ফোনটিতে থাকবে Ultrasonic Fingerprint Sensor 2.0, যা দ্রুত এবং নির্ভুলভাবে কাজ করবে। এই নতুন সেন্সর ব্যবহারকারীদের আরও নির্ভরযোগ্য সিকিউরিটি দেবে।

তুলনামূলকভাবে, আগের মডেল Vivo X200 Pro Mini-এ ছিল ৬.৩১ ইঞ্চির ৮টি LTPO AMOLED ডিসপ্লে এবং Dimensity 9400 চিপসেট। এর মেইন ক্যামেরা ছিল ৫০ মেগাপিক্সেল, এবং ব্যাটারি ছিল ৫,৭০০ এমএএইচ, যা ৯০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থন করত। নতুন X300 মডেলে ক্যামেরা, প্রসেসর, ব্যাটারি টেকনোলজি এবং ডিজাইন — সব ক্ষেত্রেই উন্নতি ঘটেছে।

প্রসঙ্গত, Vivo X300 হতে চলেছে এক অত্যাধুনিক স্মার্টফোন, যেখানে মিলবে ২০০ মেগাপিক্সেলের Zeiss ক্যামেরা, শক্তিশালী Dimensity 9500 চিপসেট, স্লিম ডিজাইন এবং উন্নত ব্যাটারি প্রযুক্তি। লঞ্চের আগেই এই ফোনটি স্মার্টফোনপ্রেমীদের মধ্যে উন্মাদনা তৈরি করেছে, এবং প্রকাশ পেলে এটি নিঃসন্দেহে প্রিমিয়াম সেগমেন্টে এক বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে।