৯৯ টাকার রিচার্জ প্ল্যানের মেয়াদ কমিয়ে আনলো VI, জানুন বিস্তারিত

ভারতের বাজারে যে সমস্ত বেসরকারি টেলিকম সংস্থা রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো এয়ারটেল রিলায়েন্স জিও এবং ভোডাফোন। যদিও একটা সময় ভারতের বাজারে রাজত্ব করত ভোডাফোন…

Vi Plans offers 13 ott apps

ভারতের বাজারে যে সমস্ত বেসরকারি টেলিকম সংস্থা রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো এয়ারটেল রিলায়েন্স জিও এবং ভোডাফোন। যদিও একটা সময় ভারতের বাজারে রাজত্ব করত ভোডাফোন এবং এয়ারটেল। কিন্তু ২০১৬ সালের শুরুর দিকে রিলায়েন্স জিও লঞ্চ হওয়ার পরেই এদের রাজত্ব অনেকটাই কমে আসে। তবে নিজের বাজার এখনো ধরে রেখেছে airtel তবে ভোডাফোনের অবস্থা তথৈবচ।

সম্প্রতি vodafone এবং আইডিয়া যুক্ত হয়েছে সংস্থা বাঁচানোর জন্য। কিন্তু তারপরেও অন্যান্য টেলিকম সংস্থার থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে এই সংস্থা। অন্যদিকে বাকি দুই সংস্থা অর্থাৎ এয়ারটেল এবং রিলায়েন্স জিও প্রায়ই তাদের রিচার্জ প্ল্যানগুলির খরচ বৃদ্ধি করে চলেছে। আর এবার ভিআই গ্রাহকদের জন্য সামনে এলো একটি দুঃসংবাদ।

এতদিন পর্যন্ত vodafone এর সর্বনিম্ন রিচার্জ প্ল্যান ছিল ৯৯ টাকার কিন্তু এবার থেকে সেই প্ল্যান আর থাকছে না বলেই জানালো সংস্থা। এতদিনে ৯৯ টাকার বিনিময়ে 28 দিন কলিং এর সুবিধা দিত এই টেলিকম সংস্থা কিন্তু এবার থেকে ২৮ দিনের থেকে কমিয়ে মাত্র 14 দিনের জন্য পরিষেবা সীমাবদ্ধ করল ভোডাফোন।

Advertisements

তবে তাদের নতুন প্ল্যান এর খরচ কত হতে চলেছে সেটা এখনো পর্যন্ত প্রকাশ্যে আনেনি সংস্থা। প্ল্যানের মেয়াদ কমিয়ে আনলেও পরিষেবা ঠিক আগের মতই রেখেছে সংস্থা। অর্থাৎ ৯৯ টাকার রিচার্জ করলে আপনি আগের মতই পাবেন ২০০ এমবি ইন্টারনেট এবং ৯৯ টাকার কলিং balance। তবে সেক্ষেত্রে মেসেজ করার কোন সুবিধা দেয়নি সংস্থা।