আধার (Aadhaar) কার্ডে নামের ভুল বানান? অনেকের কাছেই এটি তেমন গুরুত্বপূর্ণ বলে মনে হতে নাও পারে। কিন্তু জানেন কি বাস্তবে এই ছোট্ট ভুল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান কার্ড, পাসপোর্ট সংযুক্তি, KYC প্রক্রিয়া এবং সরকারি প্রকল্পের উপভোগে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে? এমনকি ভুল নামের জন্য অনেক সময় টাকা আটকে যাওয়ার মতো ঘটনাও ঘটতে পারে। এই সমস্যার দ্রুত সমাধানে UIDAI এবার অনলাইনে নাম সংশোধনের সুযোগ দিয়েছে, তাও ঘরে বসেই, কোনও আধার কেন্দ্রে না গিয়েই।
আগে এই সংশোধন শুধু নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে গিয়ে সম্ভব ছিল। কিন্তু নভেম্বর ২০২৫ থেকে UIDAI এই প্রক্রিয়াটি সম্পূর্ণ ডিজিটাল করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। এখন নিজের মোবাইল নম্বর ও বৈধ পরিচয়পত্র যেমন প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি ইত্যাদির সাহায্যে ঘরে বসেই নাম সংশোধন করা সম্ভব।
Aadhaar-এ কোন কোন তথ্য অনলাইনে সংশোধনযোগ্য?
UIDAI-এর “My Aadhaar” পোর্টালের মাধ্যমে শুধুমাত্র নাম নয়, ঠিকানা, মোবাইল নম্বর এবং জন্মতারিখের মতো গুরুত্বপূর্ণ তথ্যগুলিও অনলাইনে সংশোধন করা যাবে। এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করলেই কয়েক দিনের মধ্যেই সংশোধন সম্পন্ন হয় এবং নতুন আধার ডাউনলোড করাও সম্ভব হয়।
প্রথমে “My Aadhaar” পোর্টালে গিয়ে আধার নম্বর ও OTP দিয়ে লগইন করতে হবে। এরপর “Update Aadhaar Online” অপশনে গিয়ে “Name Correction” বেছে নিতে হবে। সঠিক নাম টাইপ করার পরে একটি বৈধ ডকুমেন্ট যেমন প্যান কার্ড, পাসপোর্ট অথবা ভোটার কার্ডের স্ক্যান কপি আপলোড করতে হবে, যা UIDAI স্বীকৃত। এরপর অনলাইনে ₹৫০ থেকে ₹১০০ টাকার মধ্যে ফি প্রদান করে একটি URN (Update Request Number) পাওয়া যাবে, যার মাধ্যমে সংশোধনের স্টেটাস ট্র্যাক করা যাবে। সাধারণত ২–৩ দিনের মধ্যে নতুন Aadhaar ডাউনলোড করার অপশন পোর্টালে চলে আসে।
গুরুত্বপূর্ণ মেসেজ ভুলতে দেবে না WhatsApp! এল নতুন ‘Remind Me’ ফিচার
ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইউপিআই, KYC কিংবা সরকারি প্রকল্পে সুবিধা পেতে নামের সঠিকতা অত্যন্ত জরুরি। প্যান কার্ড অথবা পাসপোর্টের সঙ্গে আধার সংযুক্ত করার সময় নামের বানান ভুল থাকলে সংযুক্তিকরণ ব্যর্থ হয়। এমনকি আন্তর্জাতিক যাত্রা বা ভিসার আবেদনেও নাম, জন্মতারিখ ও পিতার নামের মিল না থাকলে প্রবেশের অনুমতি আটকে যেতে পারে।
UIDAI-এর এই ডিজিটাল উদ্যোগ নাগরিকদের বড় সুবিধা দিচ্ছে। আর নাম সংশোধনের জন্য দৌড়ঝাঁপের প্রয়োজন নেই। এখন ঘরে বসেই মাত্র কয়েক মিনিটে আপনার আধার তথ্যকে সঠিক করে নিতে পারবেন, যা ভবিষ্যতের বহু ঝামেলা থেকে আপনাকে রক্ষা করতে পারে।