বিংশ শতকের বিজ্ঞানের সবথেকে বড় আবিষ্কার হল প্রযুক্তি। এই প্রযুক্তির কাজে লাগিয়ে আমরা নিত্য নতুন জিনিস আবিষ্কার করি। সকালে ঘুম থেকে উঠে থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত সবই প্রযুক্তি নির্ভর হয়ে পড়তে ধীরে ধীরে। আর প্রযুক্তির সবথেকে বড় উপাদান হিসেবে বলা চলে স্মার্টফোন (Smartphone) ল্যাপটপের মত সামগ্রী।
তবে ডিভাইস দুটি প্রায় এক ধরনের কাজ করল চার্জিং সিস্টেম দুটো ক্ষেত্রেই আলাদা। স্মার্টফোনে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয় টাইপ সি কিংবা টাইপ বি ইউএসবি কেবল। অন্যদিকে ল্যাপটপের ব্যবহৃত হয় অন্য ধরনের চার্জিং কেবল। তবে খুব শীঘ্রই এই দুই স্মার্ট ডিভাইসের ক্ষেত্রেই আসতে চলেছে টাইপ সি চার্জিং কেবল।
সম্প্রতি এক সমীক্ষায় দেখা গিয়েছে বেশিরভাগ মানুষই রায় দিয়েছেন চার্জিং কেবলের ওপরই। বিশেষজ্ঞরা বলছেন এতে সাধারণ মানুষের খরচ অনেকটাই বাঁচবে। একই সাথে বাঁচবে ই-বর্জ্য পদার্থের ব্যবহার। আবার অনেকেই যুক্তি দিয়েছেন বিপক্ষে তাদের মতে আলাদা চার্জার হলে কোন অসুবিধা নেই।
কিন্তু বর্তমানে ল্যাপটপ কিংবা স্মার্টফোন চার্জ করার জন্য সাধারণ মানুষকে কিনতে হয় দুটি ভিন্ন ধরনের কেবল। কিন্তু সেক্ষেত্রে যদি শুধুমাত্র টাইপ সি কেবল দিয়ে ই দুটি স্মার্ট ডিভাইস একসাথে চার্জ করা যায় তাহলে কোন অসুবিধা নেই। তবে বিশেষজ্ঞরা আরো জানাচ্ছেন এর ফলে বিশ্বের অর্থনীতির ওপর মন্দা দেখা দিতে পারে। কারণ শুধুমাত্র টাইপ সি কেবল বিক্রি হলে সংস্থা অন্যান্য কেবল তৈরি প্রায় বন্ধ করে দেবে।