Tata প্রেমীদের জন্য সুখবর, শীঘ্রই আসতে চলেছে Tata Safari 2024

বর্তমানে ভারতীয় বাজেটে যে সমস্ত গাড়ি নির্মাণকারী সংস্থা রয়েছে তার মতামত টাটা (Tata ) মোটর। দেখো কয়েক বছর ধরে ভারতীয় বাজারে একচেটিয়া রাজত্ব করছে এই সংস্থা।

Tata Safari 2024

বর্তমানে ভারতীয় বাজেটে যে সমস্ত গাড়ি নির্মাণকারী সংস্থা রয়েছে তার মতামত টাটা (Tata ) মোটর। দেখো কয়েক বছর ধরে ভারতীয় বাজারে একচেটিয়া রাজত্ব করছে এই সংস্থা। এক কথায় বলা যেতে পারে ভারতের সাধারণ মানুষ থেকে শুরু করে মন্ত্রী আমলা সকলেরই প্রথম পছন্দ হলো টাটা মোটরস।

তাছাড়া ভারতীয় সেনাবাহিনী বেশিরভাগ ক্ষেত্রেই টাটা মোটরসের গাড়ির উপর ভরসা রাখে। ভারতীয় বাজারে টাটা মোটরসের যে সমস্ত এসইউভি গাড়ি রয়েছে তার মধ্যে অন্যতম হলো টাটা সাফারি। ভারতীয় রাস্তার অঘোষিত রাজা বলা যেতে পারে এই গাড়িকে। দীর্ঘ কয়েক দশতরে ভারতীয় রাস্তায় এই গাড়ি নিজের যোগ্যতার পরিচয় দিয়ে আসছে।

আর এবার সংসার পক্ষ থেকে টাটা সাফারির আরও একটি পাবলোকেট ভার্সন নিয়ে আসা হলো। যদিও গাড়িটি এখনো পর্যন্ত ভারতীয় বাজারে সাধারণ মানুষের জন্য লঞ্চ করা হয়নি কিন্তু সংস্থা পরীক্ষামূলকভাবে এই গাড়িটি চালাচ্ছে। এই গাড়ির মধ্যে দেওয়া হয়েছে অত্যাধুনিক কেবিন এবং বড় সানরুফ। যা আপনাকে দেবে প্রিমিয়াম গাড়ির মত সুবিধা।

একই সাথে দেওয়া হয়েছে উনিশ ইঞ্চির বড় অ্যালয় হুইল। অর্থাৎ অফ রোড ড্রাইভিং এর ক্ষেত্রে আপনাকে সুবিধা দিতে চলেছে কোম্পানি। তাছাড়া থাকছে ১০.২৫ ইঞ্চির ইন্সট্রুমেন্ট প্লাস্টার ৭ইঞ্চির ফুল টাচ এলইডি ইমপোর্টেন্টমেন্ট সিস্টেম। সাথে থাকছে ৬টি এয়ার ব্যাগ। অন্যদিকে থাকছে এবিএস ব্রেকিং সিস্টেম অর্থাৎ সুরক্ষার দিক থেকেও কোন আপোষ করেনি সংস্থা। তাছাড়া সব থেকে বড় বিষয়টি হলো ইঞ্জিন এর উপর বিরাট বদল এনেছে সংস্থা। কারণ টাটা সাফারি ২০২৪ ভ্যারি এন্টি পাওয়া যাবে ডিজেল এবং পেট্রোল ২ ধরনের ইঞ্জিনের সাথেই।